4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

অক্টোবরের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার

২০২৪-২৫ অর্থবছরে অক্টোবরের প্রথম পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন।

গত বছর একই সময়ে ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে ১২৩ দশমিক ০৪ মিলিয়ন, প্রাইভেট ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৩০০ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা প্রায় ছয় হাজার ৯৬৭ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৫ হাজার ২৩২ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্রঃ বাসস

এম.কে
০৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

হজ নিয়ে লাল তালিকার ঝুঁকিতে বাংলাদেশ

বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান

অনলাইন ডেস্ক

কেউ পালানোর চেষ্টা করলে বিজিবিকে জানানোর আহ্বান