9.1 C
London
January 15, 2025
TV3 BANGLA
স্পোর্টস

অক্টোবরে যুক্তরাষ্ট্রের ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন সাকিব-তামিম

আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এই টুর্নামেন্টটি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পোস্ট থেকেই জানা গেছে এমনটা।

ফোটো কার্ডে দেখা গেছে ৪ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠেয় সেই সিরিজে খেলবেন সাকিব আল হাসান। আর তামিম ইকবালের ক্ষেত্রে দেখা গিয়েছে একটি ভিডিও বার্তা।

সেই ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি তামিম ইকবাল। ডালাসে ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএসএতে আমি খেলব। আপনাদের সবার সাথে দেখা হওয়ার জন্য মুখিয়ে আছি। বিশেষ করে প্রবাসি দর্শকদের জন্য। এটা টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। শীঘ্রই দেখা হচ্ছে।’

কয়েকদিন আগেই রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়ে দেয় টাইগাররা। বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

যদিও সেই টেস্ট ম্যাচের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় এখন সাকিবের বাংলাদেশের হয়ে খেলা না খেলা নিয়ে। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় নাম জড়িয়েছে সাকিব নাম। এই ঘটনায় তোলপাড় হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে।

এরই মাঝে জানা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি। এরই মধ্যে বিসিবি থেকেও ছাড়পত্র দেয়া হয়েছে তাকে। ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব।

৯ থেকে ১২ সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে সারের ম্যাচ। সেই ম্যাচ শেষ করেই ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন সাকিব। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।

২০০৯-১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব। ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন সেবার। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট খেলেন ২০১৩ সালে লেস্টারশায়ারে। লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে।

এদিকে ২০২৩ বিশ্বকাপের আগমুহূর্তে জাতীয় দল থেকে সরে যাওয়া তামিম ইকবাল এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

সূত্রঃ ক্রিকইনফো

এম.কে
২৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

কাতার বিশ্বকাপে ইসরায়েলের দর্শকদের ফিলিস্তিন নামে নিবন্ধন করতে হবে

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হোটেল না পেয়ে হাসপাতালে বুকিং