6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

অনিয়মিত অভিবাসী ঠেকাতে নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানঃ পোপ

অভিবাসীদের যতোটা সম্ভব সহযোগিতা করা এবং অনিয়মিত অভিবাসন বন্ধে অভিবাসন প্রত্যাশীদের নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রোম ও ভ্যাটিকান সিটির বিশপ পোপ ফ্রান্সিস৷

রোমান ক্যাথলিক চার্চে বৃহস্পতিবার বার্ষিক বিশ্ব অভিবাসী ও শরণার্থী দিবসের আয়োজনে দেয়া বার্তায় পোপ ফ্রান্সিস এ আহ্বান জানান৷ এ বছর দিনটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নিজ দেশে অবস্থানে কিংবা অভিবাসনে স্বাধীনতা দিন৷’

বৃহস্পতিবার এই ধর্মগুরু যখন এমন আহ্বান জানান, তখন দক্ষিণ সীমান্তে আসা অভিবাসীদের ঠেকানোর চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র৷

 

 

 

 

জোরপূর্বক অভিবাসনের জন্য দায়ী কারণগুলোর দূর করতে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘‘নিপীড়ন, যুদ্ধ, বায়ুমণ্ডলীয় ঘটনা এবং ভয়াবহ দারিদ্র্য আজ জোরপূর্বক অভিবাসনের দৃশ্যমান কারণগুলোর মধ্যে অন্যতম৷ অভিবাসীরা দারিদ্র্য, অনিশ্চয়তা কিংবা হতাশার কারণে পালিয়ে যান৷’’

অভিবাসন ব্যবস্থাপনায় একটি ‘সমন্বিত প্রতিশ্রুতির’ আহ্বান জানিয়ে পোপ বলেন, অভিবাসীদের নিজ দেশের রাজনীতিবিদরা যেন একটি ‘‘স্বচ্ছ, সৎ এবং দূরদর্শী’’ নীতি বাস্তবায়ন করেন এবং ধনী দেশগুলো যেন দরিদ্র দেশগুলোর প্রাকৃতিক সম্পদ শোষণকারী যে কোনো ‘‘অর্থনৈতিক ঔপনিবেশিকতা’’ এড়িয়ে চলেন।

১০ বছরের পোপ জীবনের পুরোটা সময়জুড়ে অভিবাসী এবং উদ্বাস্তুদের রক্ষায় সোচ্চার ফ্রান্সিস৷ তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্য হওয়া উচিত দেশত্যাগে বাধ্য না হওয়ার অধিকার প্রতিষ্ঠা করা।’’

 

 

 

 

তবে নিজের বার্তায় কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি এই ধর্মগুরু৷

বার্তায় তিনি আরো উল্লেখ করেছেন, ‘‘আমাদের নিশ্চিত করতে হবে অভিবাসনের প্রতিটি ঘটনা যেন নিজ ইচ্ছায় হয়৷ প্রতিটি অভিবাসীকে তার প্রাপ্য মর্যাদা দেয়া উচিত৷ তাই অভিবাসন স্রোত ব্যবস্থাপনায় সেতু নির্মাণ করতে হবে, দেয়াল নয়৷ নিরাপদ এবং নিয়মিত অভিবাসনের জন্য আরো বেশি সুযোগ তৈরি করতে হবে৷’’

এদিকে, যুক্তরাষ্ট্রের সীমান্তের বিভিন্ন অংশের কাছে ভিড় করছেন অভিবাসন প্রত্যাশীরা৷ তাদের সবাই মেক্সিকোর সীমান্তে অবস্থান করছেন৷ এদের মধ্যে অনেকেই আছেন, কখন বা কীভাবে তারা সীমান্ত পার হবেন, তার কিছুই জানেন না৷ ড্রোন দিয়ে নেয়া ফুটেজে দেখা গেছে, মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ থেকে টেক্সাসের এল পাসো সীমান্তে প্রচুর সংখ্যক অভিবাসন প্রত্যাশী জড়ো হয়েছেন৷

 

 

 

 

 

আমেরিকা একটি নতুন নিয়ম জারি করার আগে, হাজারো মানুষ অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দিচ্ছেন৷ নিয়মটি জারি হলে, অনিয়মিতভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া অভিবাসীদের আশ্রয় চাইতে বাঁধা দেবে এটি৷

এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজারো মানুষ আসছেন ইউরোপে৷ তাদের বেশিরভাগই ইটালির উপকূলে আশ্রয় নিচ্ছেন৷ অভিবাসীদের ঢল সামাল দিতে দেশটিতে জারি করা হয়েছে ছয় মাসের জরুরি অবস্থা৷

এ বছরের ফেব্রুয়ারির শেষ দিকে তুরস্কের ইজমির থেকে ছেড়ে আসা একটি অভিবাসী নৌকাডুবির পরিপ্রেক্ষিতে দক্ষিণ ইটালির ক্যালাব্রিয়ার কুত্রো শহরের নামে কুত্রো ডিক্রি জারি করেছে ইটালি৷

 

 

 

 

 

গত ৫ মে আইন ডিক্রিটি আইন হিসেবে বৈধতা পেয়েছে৷ সরকার ‘কুত্রো’ ডিক্রি দিয়ে ‘বিশেষ সুরক্ষা’ নামে একটি সুবিধা সীমিত করতে চায়। ‘বিশেষ সুরক্ষা’ হলো অভিবাসীদের জন্য নির্ধারিত একটি রেসিডেন্স পারমিট। ইটালিতে আসার পর রিফিউজি স্ট্যাটাস অথবা সাবসিডিয়ারি প্রটেকশন পেতে ব্যর্থ হওয়া লোকেরা এটির আওতায় ইটালিতে আশ্রয় পাওয়ার সুযোগ পেতেন।

অনথিভুক্ত অভিবাসীদের আটক কেন্দ্রে বেশি সময় ধরে রাখারও সুযোগ দিয়েছে ডিক্রিটি৷ নতুন নিয়মে অনিয়মিত আটকের সর্বোচ্চ সময়কাল ১২০ দিন ​​নথেকে বাড়িয়ে ১৩৫ দিন করা হয়েছে।

আরো পড়ুন

জার্মানিতে লক্ষাধিক শিশু পাচ্ছে না ডে-কেয়ার

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে ৬ লাখেরও বেশি কর্মী নেবে জার্মানী

কুয়েত থেকে রেকর্ড সংখ্যক অভিবাসীকে ফেরত