10.4 C
London
December 24, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারকে আ.লীগ নেতা হানিফের অভিনন্দন

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের নামের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানান তিনি।

মাহবুব-উল আলম হানিফ লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪, ২০১৮ ও ২০২৪ টানা তিন বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০০৯ সালে আওয়ামী লীগের ১৮তম কাউন্সিলের মাধ্যমে প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন। পরবর্তীতে ২০১২, ২০১৬, ২০১৯ ও ২০২৩ সালে অনুষ্ঠিত ১৯, ২০, ২১ ও ২২তম কাউন্সিলেও তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। বর্তমানে তিনি এই দায়িত্ব পালন করছেন।

এম.কে
১১ আগস্ট ২০২৪

আরো পড়ুন

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক

পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস

র‍্যাব কর্মকর্তার নেতৃত্বে ৯৫ ভরি স্বর্ণ লুট

নিউজ ডেস্ক