TV3 BANGLA
Uncategorizedযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় জড়িত সন্দেহে কর্মকর্তা বরখাস্ত

যুক্তরাজ্যে স্বরাষ্ট্র দপ্তরে অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় জড়িত সন্দেহে তিন অভিবাসন কর্মীর সঙ্গে এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার (৫ জানুয়ারি) হোম অফিস বিষয়টি নিশ্চিত করে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ৬ ডিসেম্বর ওই ৪ সন্দেহভাজনকে হোম অফিসের দুর্নীতি দমন ইউনিট গ্রেফতার করে।পরবর্তিতে অধিকতর তদন্ত সাপেক্ষে তাদের জামিন প্রদান করা হয় এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়।

হোম অফিসের একজন মুখপাত্রও জানান, ৬ ডিসেম্বর হোম অফিসের দুর্নীতি দমন ইউনিট সরকারি অফিসে অসদাচরণ এবং অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় জড়িত অভিযোগে চার অভিবাসন কর্মীকে গ্রেফতার করে।

তিনি বলেন, ‘ আমরা আমাদের কর্মীদের মানের ব্যাপারে খুবই সচেতন। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা দ্রুত ব্যবস্থা নেই এবং অভিযোগ প্রমাণ হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও দ্বিধা করি না।

 

সূত্র: ইভনিং স্ট্যান্ডার্ড

আরো পড়ুন

নির্বাচনের দিকে তাকিয়ে জার্মানির শরণার্থীরা

একদিনে সিলেটে ১৬ মৃত্যু, শনাক্ত ৭৫৮

যুক্তরাজ্যের মরিসনস চালু করল ওজন কমানোর ইনজেকশন ক্লাব, খরচ মাসে £১২৯