যুক্তরাজ্যে সাম্প্রতিক জাতীয় অভিবাসন অভিযানে সোলিহালের একটি রেস্তোরাঁয় কর্মরত চীনা নাগরিকসহ মোট ১৭১ জনকে আটক করেছে হোম অফিস। গত মাসজুড়ে পরিচালিত এ তৎপরতায় ওয়েস্ট মিডল্যান্ডসসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে কাজ করার অসংখ্য অভিযোগের সত্যতা মেলে।
অভিযানের অংশ হিসেবে ৬০ জন ডেলিভারি রাইডারকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। গিগ ইকোনমি খাতে অবৈধভাবে কাজের প্রসার রোধে হোম অফিস সাম্প্রতিক সময়ে নজরদারি আরও জোরদার করেছে বলে জানা গেছে।
লন্ডনের নিউহ্যাম এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি ও ভারতীয় কয়েকজন ডেলিভারি রাইডারকে আটক করা হয়। একই সময়ে নরউইচেও বেশ কয়েকজন ভারতীয় রাইডারকে আটক করে কর্তৃপক্ষ। হোম অফিস জানিয়েছে, গিগ–ভিত্তিক কাজের সুযোগকে অবৈধ অভিবাসীরা ক্রমশ বেশি ব্যবহার করায় এই খাতকে বিশেষ নজরদারিতে আনা হয়েছে।
বর্ডার সিকিউরিটি মন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, “এই ফলাফল একটি স্পষ্ট বার্তা—আপনি যদি এই দেশে অবৈধভাবে কাজ করেন, তাহলে আপনাকে গ্রেফতার করা হবে এবং দেশ ছাড়তে হবে।” তিনি আরও জানান, বৈধ অভিবাসন ব্যবস্থা রক্ষার স্বার্থেই সরকার কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।
সূত্রঃ বিবিসি
এম.কে

