6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ায় পাঠাবে ইটালি

সাগরপথে চলে আসা অভিবাসন প্রত্যাশীদের একটা সময় পর্যন্ত আলবেনিয়ায় রাখার ব্যবস্থা করতে চলেছে ইটালি সরকার৷ এ লক্ষ্যে আলবেনিয়ায় দুটি সাময়িক আশ্রয় শিবির নির্মাণের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়েছে৷ সোমবার ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এ তথ্য জানান৷

চরম ডানপন্থি দলের নেত্রী হিসেবে মেলোনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছিলেন৷ তা সত্ত্বেও ভূমধ্যসাগর হয়ে অভিবাসন প্রত্যাশীদের ইটালিতে প্রবেশ হু হু করে বেড়েছে৷

২০২৩ সালের পরিসংখ্যানের তথ্যানুসারে, গত বছরের তুলনায় অবৈধ পথে অভিবাসন প্রত্যাশীদের ইটালিতে প্রবেশের হার অনেক বেড়েছে৷ গত বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে যেখানে মোট ৮৮ হাজার অভিবাসন প্রত্যাশী ইটালিতে পা রেখেছিল, চলতি বছর একই সময়ে সেই সংখ্যাটা বেড়ে এক লাখ ৪৫ হাজার দাঁড়িয়েছে৷

মেলোনি সরকার মনে করে, আলবেনিয়ায় দুটি অস্থায়ী আশ্রয় শিবির গড়ে সাগরপথে আসা অভিবাসন প্রত্যাশীদের সেখানে রেখে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব৷ সোমবার রোমে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এবং ইটালির প্রধানমন্ত্রী মেলোনি এমন আশ্রয় শিবির নির্মাণের বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেন৷

চুক্তি সম্পাদনের পর মেলোনি জানান, ‘রিসিপশন সেন্টার’, অর্থাৎ অস্থায়ী আশ্রয় শিবির দুটি নির্মাণ করা হবে আলবেনিয়ার শেংজিন এবং জাদার অঞ্চলে৷ নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করবে ইটালি সরকার৷

তবে বর্তমান ইটালি সরকারের এই নীতিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। বিরোধী দলীয় সংসদ সদস্য আঞ্জেলো বনেলি মনে করেন, ইটালি আর আলবেনিয়া সরকারের এ চুক্তি ‘‘কনভেনশন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লংঘন৷”

এম.কে
০৯ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

ফ্রান্সে গাড়ি থেকে উদ্ধার ৪০ অভিবাসী, চালক আটক

আইফেল টাওয়ারে দুই মাতালের ঘুম

বিভিন্ন দেশ অনুসারে ফেসবুক ব্যবহারকারী