6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অর্থনৈতিক মন্দার মুখে যুক্তরাজ্য: ব্যাংক অব ইংল্যান্ডের সতর্কতা

এই শরতে যুক্তরাজ্যের অর্থনীতি এক বছরেরও বেশি সময় ধরে মন্দার মধ্যে নিমজ্জিত হতে যাচ্ছে, কারণ ক্রমবর্ধমান এনার্জির দাম মুদ্রাস্ফীতিকে ১৩% এর উপরে ঠেলে দেবে বলে ব্যাংক অব ইংল্যান্ড সতর্ক করেছে।

 

ভোক্তা এবং ব্যবসার জন্য অন্ধকার সময় আসছে কারণ পাঁচ চতুর্থাংশ অর্থনৈতিক সংকোচনের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং বাস্তব জীবনযাত্রার মান ৫% হ্রাস পাবে। সুদের হার ০.৫ শতাংশ বৃদ্ধি পাবে, যা বিগত ২৭ বছরের মধ্যে সবচেয়ে বড় একক বৃদ্ধি।

 

ব্যাংকের বেসলাইন পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে জিডিপি ১.২৫% এবং ২০২৪ সালে ০.২৫% হ্রাস পাওয়ার জন্য ১৯৬০ সালের পর থেকে দুই বছরের বার্ষিক অর্থনৈতিক সংকোচনের প্রথম উদাহরণ হবে।

 

ব্যাংকের মনিটারি পলিসি কমিটি বেস রেট ১.৭৫% বৃদ্ধির জন্য ৮-১ ভোট দিয়েছে, যা মূলত অভ্যন্তরীণ মূল্য এবং মজুরির চাপের কারণে ক্রমবর্ধমান এনার্জির দামের মুদ্রাস্ফীতির প্রভাব রোধ করার প্রচেষ্টা।

 

ব্যাংক বিশ্বাস করে, অক্টোবরে অভ্যন্তরীণ শক্তির দাম ৩৫০০ পাউন্ডে পৌঁছে যাবে, যা এই বছরের চতুর্থ ত্রৈমাসিকে সর্বোচ্চ মূল্যস্ফীতি।

 

৫ আগস্ট ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

জীবনে সফল হতে বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি নয়ঃ ঋষি সুনাক

ট্রেন ও ফ্লাইট বাতিলে চরম বিশৃঙ্খলা যুক্তরাজ্য জোরে

হ্যাকিংয়ের শিকার ব্রিটেনের নির্বাচনি সংস্থা