TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অস্ট্রেলিয়ায় নাৎসি প্রতীক প্রদর্শনঃ ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার, পাঁচ বছরের কারাদণ্ডের ঝুঁকি

নাৎসি প্রতীক প্রদর্শন ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানোর অভিযোগে এক ব্রিটিশ নাগরিকের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে ইতোমধ্যে অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে এবং তিনি স্বেচ্ছায় দেশ না ছাড়লে তাকে বহিষ্কার করা হবে।

 

পুলিশের তথ্যমতে, ৮ ডিসেম্বর ওই ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ নাৎসি প্রতীক প্রদর্শন এবং ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে ঘৃণামূলক ও সহিংস বক্তব্য প্রচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। তিনি কুইন্সল্যান্ড রাজ্যে বসবাস করছিলেন বলে জানানো হয়েছে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

তদন্তে জানা গেছে, চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)–এর দুটি অ্যাকাউন্ট ব্যবহার করে তিনি নাৎসি প্রতিক—স্বস্তিকার একটি রূপ—প্রদর্শন করেন এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাভিত্তিক আদর্শ প্রচার করেন। প্রথম অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার পর একই ধরনের নামে আরেকটি অ্যাকাউন্ট খুলে তিনি আগের মতোই আপত্তিকর ও লক্ষ্যভিত্তিক কনটেন্ট পোস্ট চালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে নিষিদ্ধ নাৎসি প্রতীক প্রকাশের তিনটি অভিযোগ এবং “ক্যারেজ সার্ভিস ব্যবহার করে হুমকি দেওয়া, হয়রানি করা বা অপমান করার” একটি অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন, অস্ট্রেলিয়ায় ভিসা নিয়ে আসা ব্যক্তিরা অতিথি হিসেবে অবস্থান করেন। তার ভাষায়, “যদি কেউ ঘৃণার উদ্দেশ্যে এখানে আসে, তাহলে তার চলে যাওয়াই উচিত।” তিনি আরও জানান, ঘৃণা ও সহিংসতাকে কোনোভাবেই সহ্য করা হবে না।

এই গ্রেপ্তার এমন এক সময়ে হলো, যখন অস্ট্রেলিয়া জুড়ে ইহুদিবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি সিডনির বন্ডি বিচে একটি ইহুদি হানুক্কা অনুষ্ঠানে সংঘটিত প্রাণঘাতী হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

১৪ ডিসেম্বরের ওই ঘটনায় একজন বাবা ও ছেলে গুলি চালিয়েছে বলে অভিযোগ ওঠে, যাতে ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫০ বছর বয়সী সাজিদ আক্রম রয়েছেন। তার ছেলে নাভিদ আক্রমের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, রেকর্ডকৃত বক্তব্যে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন যে ধর্মীয় গ্রন্থের কিছু অংশ তার কর্মকাণ্ডের প্রেরণা হিসেবে কাজ করেছে।

এই হামলা এবং ক্রমবর্ধমান ইহুদিবিরোধী ঘটনার পর অস্ট্রেলিয়ান সরকার আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইহুদিবিরোধী আচরণকে অবৈধ হিসেবে চিহ্নিত করতে প্রয়োজনীয় আইনি মানদণ্ড কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে ঘৃণামূলক কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

অনুপযুক্ত আচরণের অভিযোগে বরখাস্ত বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ লেবার এমপি

জাতীয়তা দেখে এবং ক্রাইম রেইটের উপর ভিত্তি করে যুক্তরাজ্যে ভিসা দেয়ার প্রস্তাব

ব্রিটেনে সরকার পরিবর্তনের ফলে চ্যানেল পাড়ি দেওয়াতে প্রভাব ফেলবে নাঃ দাতব্য সংস্থা