4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে পরিবর্তন

সম্প্রতি অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার বিরুদ্ধে রায় দিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকোর্ট। এই রায় দেশটিকে দীর্ঘদিন অভিবাসীদের আটক রাখার নীতি থেকে সরিয়ে এনেছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়া ঘোষণা করে, তারা অনির্দিষ্টকালের জন্য আটকে থাকা অভিবাসীদের মুক্তি দেওয়া শুরু করবে। দেশটির হাইকোর্ট অনির্দিষ্টকালের জন্য অভিবাসীদের আটকে রাখার বিরুদ্ধে রায় দেওয়ার পরই ঘোষণাটি আসে।

একজন রোহিঙ্গার মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। এই ব্যক্তিকে শিশু নিপীড়নের জন্য আটক করা হয়েছিল। তাকে দেশে পাঠাতে পারেনি তারা। হাইকোর্ট বুধবার রায় দিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য আটক রাখা ‘বেআইনি’।

যদি ফেরত পাঠানোর কোনো সুযোগ না থাকে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কাউকে আটকে রাখা যাবে না।

১৯৯২ সালের অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি এবং ২০০৪ সালের আইন অনুযায়ী এত দিন তা করা যেত। এই নীতির লক্ষ্য ছিল ভিসা ছাড়া নতুন অভিবাসন নিরুৎসাহিত করা।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআরের অস্ট্রেলিয়ার আঞ্চলিক প্রতিনিধি আদ্রিয়ান এডওয়ার্ডস বলেন, ‘ইচ্ছামতো ও অনির্দিষ্টকালের জন্য এভাবে আটক রাখার বিষয়ে আমরা এক দশক ধরে উদ্বেগ প্রকাশ করেছি।

এম.কে
১৩ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে রাশিয়া

মার্কিন ইতিহাসের বৃহত্তম আর্থিক জালিয়াতিতে ১১৫ বছরের জেল

পাকিস্তানকে অর্থনৈতিক মন্দা থেকে রক্ষা করতে এগিয়ে আসতে চায় চায়না বেল্ট

নিউজ ডেস্ক