8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর ক্যাপ ব্যবস্থা প্রবর্তন

অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর ক্যাপ ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে সামগ্রিক অভিবাসনকে হ্রাস করার চেষ্টা করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
ক্যাপ ব্যবস্থা প্রবর্তন করে অষ্ট্রেলিয়ায় ২০২৫ সাল পর্যন্ত ২ লাখ ৭০ হাজারের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করেছে।
মঙ্গলবার অষ্ট্রেলিয়া সরকার প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ক্যাপ প্রসঙ্গ নিয়ে তাদের অবস্থান জানিয়েছে বলে জানা যায়। তবে এই ব্যবস্থা প্রবর্তনে শিক্ষাখাতকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে মত জানিয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। কিন্তু ক্যানবেরা জানিছেন ক্যাপ ব্যবস্থা প্রবর্তন করলে শিক্ষা খাতের গুণমান উন্নতি করবে।
অষ্ট্রেলিয়া সরকারী পরিসংখ্যান অনুসারে
২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত প্রায় সাত লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশ ঘটেছে।
অষ্ট্রেলিয়া সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা নিয়েও কঠোর অবস্থান প্রকাশ করেছে বলে তথ্যানুযায়ী জানা যায়।
সূত্রঃ বিবিসি
এম.কে
২৭ আগস্ট ২০২৪

আরো পড়ুন

রাশিয়াকে সহায়তা: প্রয়োজনে চীনের উপরও নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

হজযাত্রীদের জন্য সুখবর, সৌদি আরবের সব ভিসা মিলবে এক প্ল্যাটফর্মে

আসছে ক্যান্সারের টিকা