5.1 C
London
December 28, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অস্ত্রের অভাবে বেলচা দিয়ে লড়ছে রুশ বাহিনী

ইউক্রেন যুদ্ধে গোলাবারুদের সংকটে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দেওয়া নতুন সেনারা। সম্মুখ যুদ্ধে লড়তে এখন বিশেষ ধরণের বেলচা ব্যবহার করছেন তারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ গণমাধ্যম।

 

গোয়েন্দা সূত্রের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ফেব্রুয়ারিতে রুশ সামরিক বাহিনীতে যোগ দেওয়া বেশ কয়েকজন নতুন সেনারা আগ্নেয়াস্ত্র ও বেলচার তথ্য জানিয়েছে। এই বেলচাগুলো এমপিএল-৫০ নামে পরিচিত।

 

মন্ত্রণালয় জানিয়েছে, বেলচাগুলো ১৮৬৯ সালের ডিজাইনে তৈরি। তবে, এখন এগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। এই ধরণের বেলচা রাশিয়ার প্রত্নতাত্ত্বিকরা ব্যবহার করে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে মুখোমুখি যুদ্ধের পরিমাণ বাড়ছে। এর সম্ভাব্য কারণ হিসেবে তারা বলছে, রাশিয়ার সেনা কর্মকর্তারা মূলত পদাতিক বাহিনী দিয়েই আক্রমণ চালানোর ওপর জোর দিচ্ছেন কারণ গোলাবারুদের ঘাটতি। ইউক্রেন যুদ্ধে নৃশংসতা বাড়ছে, বেলচার ব্যবহারের খবরে বিষয়টি স্পষ্ট হচ্ছে। এমনকি, রুশ বাহিনীতে যোগ দেওয়া নতুন সেনারা প্রযুক্তিগত লড়াইয়ে বেশ পিছিয়ে রয়েছে তা বোঝা যাচ্ছে।

 

রাশিয়ার সামরিক বাহিনীতে নতুন করে যোগ দেওয়া একজন জানান, এই কাজের জন্য তিনি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত ছিলেন না।

 

যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কোথায় এমন যুদ্ধ হচ্ছে, তা নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো তথ্য দেয়নি।

 

এদিকে, অবরুদ্ধ বাখমুতে রুশ বাহিনী বেশ ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছে দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডাব্লিউ)। সর্বশেষ কয়েকমাস ধরে বাখমুতে তীব্র লড়াই চলছে। তবে, ছোট শহরটির বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। শহরটিতে চার হাজারের মতো বেসামরিক লোক এখনও রয়েছে বলে জানা গেছে।

 

এম.কে

০৭ মার্চ ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের বাজেটে বৈদেশিক সাহায্য কমায় মৃত্যুর ঝুঁকিতে হাজারো মানুষ

নিউজ ডেস্ক

সাপ্তাহিক ছুটিতে বিয়ের প্রবণতা কমেছে যুক্তরাজ্যে

কোভিডে আক্রান্ত রোগীদের নিয়ে নতুন তথ্য দিল ব্রিটেনের বিজ্ঞানীরা