10.9 C
London
December 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

অস্ত্রোপচারে দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির জীবন রক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের সময় তাঁর দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনো ‘অত্যন্ত ক্রিটিক্যাল’।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ঢামেকে আনা হলে প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করা গুলি ডান দিক দিয়ে বের হয়ে গেছে। এতে মস্তিষ্কে ব্যাপক আঘাত (ম্যাসিভ ব্রেইন ইনজুরি) তৈরি হয়। সিটিস্ক্যান রিপোর্টে গুলির ছোট ছোট অংশ—‘প্রিলেট’—মস্তিষ্কের ভেতর রয়ে গেছে বলেও নিশ্চিত করেন চিকিৎসকরা।

নিউরোসার্জনদের ভাষায়, অস্ত্রোপচারের সময় হাদির নাক-মুখ দিয়েও তীব্র রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ নিয়ন্ত্রণে ইএনটি বিশেষজ্ঞদের হস্তক্ষেপ লাগে। তার মস্তিষ্কে চাপ বেড়ে যাওয়ায় বাম পাশের খুলির হাড় অপসারণ করে ডিকম্প্রেশন করা হয়েছে। চিকিৎসকদের মতে, “জীবনের ন্যূনতম সাইন আছে, কিন্তু অবস্থা অত্যন্ত অনিশ্চিত।”

ঢামেকের জরুরি বিভাগে ব্রিফিংয়ে অধ্যাপক ডা. জাহিদ রাহান বলেন, “গুলিটি মাথার ভেতর দিয়ে ক্রস করে যাওয়ায় ব্রেইন স্টেম পর্যন্ত আঘাত লেগেছে। নিজস্ব শ্বাসপ্রশ্বাসের কিছুটা ক্ষমতা থাকলেও তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখতে হচ্ছে। প্রতিটি মিনিটই ঝুঁকিপূর্ণ।”

চিকিৎসকরা আরও জানান, ঢামেকে আনার সময় হাদির জিসি স্কোর ছিল মাত্র ৩—যা গভীর অচেতন অবস্থাকে নির্দেশ করে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি কার্ডিয়াক অ্যারেস্টে চলে যান। রক্তক্ষরণ বন্ধ ও মস্তিষ্কের চাপ কমাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়, তবে তার অবস্থা বারবার ওঠানামা করছে।

পরিবারের অনুরোধে সন্ধ্যার পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্সে বিশেষ ব্যবস্থা নিয়ে স্থানান্তরের সময়ও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের মতে, আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।

এদিকে দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন কাছ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু হয়েছে। থানা পুলিশসহ ডিবি রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযানে নেমেছে। ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য থাকলে নিকটস্থ থানায় বা ৯৯৯-এ যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

চিকিৎসকরা জানান, হাদির মাথার গুরুত্বপূর্ণ অংশে আঘাত লাগায় পরিস্থিতি অত্যন্ত জটিল। তাকে স্টেবল রাখা কঠিন হয়ে পড়ছে। দেশবাসীর দোয়া ছাড়া এখন খুব বেশি কিছু বলার মতো পরিস্থিতি নেই।

সূত্রঃ এনটিভি

এম.কে

আরো পড়ুন

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

কর্মী অব্যাহতি প্রসঙ্গে সময় টেলিভিশনের নিজস্ব বক্তব্য

বাংলাদেশ নিয়ে ভারতে ফেইক ভিডিও ছড়ানোর অভিযোগ মমতার