TV3 BANGLA
আন্তর্জাতিক

অ্যাপল ওয়াচের বিক্রি কমেছে ১৯%: প্রযুক্তির স্থবিরতায় আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা

২০২৪ সালের শেষ প্রান্তিকে অ্যাপল ওয়াচ বিক্রিতে বড় ধস নেমেছে—কমেছে প্রায় ১৯ শতাংশ। শুধু বছরের শেষ নয়, পুরো বছরজুড়েই ছিল এই পতনের ধারা। বাজার বিশ্লেষকরা বলছেন, এই হ্রাস অ্যাপলের জন্য সতর্কবার্তা, বিশেষ করে এমন একটি সময়ে যখন স্মার্টওয়াচ সেগমেন্টে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে।

বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে মুক্তি পাওয়া সিরিজ ৯ এবং ২০২৪ সালের সিরিজ ১০—এই দুটি মডেলেই তেমন কোনো বড় পরিবর্তন আনা হয়নি। ডিজাইন, হার্ডওয়্যার এবং সফটওয়্যার ফিচারে নতুনত্বের অভাব ছিল স্পষ্ট। ফলস্বরূপ, পুরোনো মডেল ব্যবহারকারীরা নতুন মডেল কেনার প্রয়োজনীয়তা অনুভব করেননি।
ক্রেতাদের এই অনীহার পেছনে আরেকটি বড় কারণ হলো বাজারে অন্যান্য ব্র্যান্ডের চড়া প্রতিযোগিতা। গুগল, স্যামসাং এবং কিছু চীনা ব্র্যান্ড তুলনামূলকভাবে নতুন ও উদ্ভাবনী ফিচার নিয়ে হাজির হচ্ছে, যা প্রযুক্তিপ্রেমীদের আকৃষ্ট করছে বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল যদি তাদের ভবিষ্যৎ ওয়াচ মডেলগুলোতে সাসপেনস তৈরি না করতে পারে এবং “নতুনত্বের ঘাটতি” কাটিয়ে না উঠতে পারে, তবে স্মার্টওয়াচ বাজারে তাদের নেতৃত্বের আসন আরও নড়বড়ে হয়ে পড়তে পারে।
এম.কে
১১ মে ২০২৫

আরো পড়ুন

সিরিয়ার নির্বাসিত শাসক বাশার আল-আসাদকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা

ইসরায়েলে হামাসের হামলায় যেভাবে লাভবান হবে রাশিয়া

অবৈধ অভিবাসীবাহী মার্কিন সামরিক বিমানকে ‘অবতরণের অনুমতি দেয়নি মেক্সিকো’