16.7 C
London
October 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অ্যাপল ও স্যামসাং ব্যবহারকারীদের জন্য সুখবরঃ ক্ষতিপূরণ পেতে পারেন কয়েক কোটি ব্রিটিশ

যুক্তরাজ্যে ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে যারা অ্যাপল বা স্যামসাং স্মার্টফোন কিনেছেন, এমন প্রায় ৩ কোটি মানুষ প্রত্যেকে প্রায় £১৭ করে ক্ষতিপূরণ পেতে পারেন—যদি ভোক্তা অধিকার সংস্থা উইচ (Which?) মার্কিন প্রযুক্তি কোম্পানি কোয়ালকম (Qualcomm)-এর বিরুদ্ধে দায়ের করা মামলায় জয়ী হয়।

লন্ডনের কমপিটিশন আপিল ট্রাইব্যুনাল (Competition Appeal Tribunal)-এ সোমবার শুরু হয়েছে মামলার শুনানি। প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলবে এই বিচার। উইচ অভিযোগ করেছে, কোয়ালকম বাজারে নিজের প্রভাব ব্যবহার করে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে।

সংগঠনটির দাবি, কোয়ালকম অ্যাপল ও স্যামসাং-কে প্রয়োজনীয় মোবাইল চিপের জন্য অতি মূল্য ও অতিরিক্ত লাইসেন্স ফি দিতে বাধ্য করেছে। এর ফলে ফোনগুলোর দাম বেড়ে গেছে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের পকেট থেকেই অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে।

বিবিসি মন্তব্যের জন্য কোয়ালকমের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাইব্যুনালে মূলত নির্ধারণ করা হবে, কোম্পানিটি বাজারে প্রভাবশালী অবস্থানে ছিল কি না এবং থাকলে তারা সেই ক্ষমতার অপব্যবহার করেছে কি না।

যদি উইচ মামলায় জয়ী হয়, তাহলে দ্বিতীয় ধাপে প্রায় £৪৮০ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করা হবে, যা প্রায় ২৯ মিলিয়ন ব্রিটিশ ফোন ব্যবহারকারীর মধ্যে বণ্টন করা হবে। তবে এই প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।

উইচ-এর সিনিয়র লইয়ার লিসা ওয়েব (Lisa Webb) বলেন, “আমরা ২০২১ সালে মামলা দায়ের করেছিলাম, তাই ২০২৫-এ এসে প্রথম শুনানি শুরু হওয়া অনেক দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু এর সৌন্দর্য হলো—একজন ভোক্তা হিসেবে আপনাকে কিছুই করতে হবে না। আমরা জিতলে, আমরা আপনাকে আপনার টাকা এনে দেব।”

এই ক্ষতিপূরণ ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৯ জানুয়ারির মধ্যে কেনা অ্যাপল ও স্যামসাং স্মার্টফোনের জন্য প্রযোজ্য হবে। হিসাব অনুযায়ী, প্রতিটি হ্যান্ডসেটের জন্য গড়ে প্রায় £১৭ ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে।

কোয়ালকম এর আগে এই মামলার বিরুদ্ধে বলেছে, “এটির কোনো ভিত্তি নেই।” কানাডাতেও কোম্পানিটির বিরুদ্ধে একই ধরনের একটি মামলা চলমান, এবং প্রতিষ্ঠানটি অতীতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অ্যান্টিট্রাস্ট (Antitrust) লঙ্ঘনের জন্য জরিমানাও গুনেছে।

উইচ-এর চিফ এক্সিকিউটিভ অ্যানাবেল হাউল্ট (Anabel Hoult) বলেন, “এই ট্রায়াল একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি প্রমাণ করে—ভোক্তাদের শক্তি, উইচ-এর সহায়তায়, বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলোকেও জবাবদিহিতার মুখে দাঁড় করাতে পারে।”

কোয়ালকম, বিশ্বের অন্যতম বৃহত্তম স্মার্টফোন চিপ নির্মাতা, অতীতেও প্রতিযোগিতাবিরোধী আচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (Federal Trade Commission – FTC) ২০১৭ সালে তাদের বিরুদ্ধে মামলা করেছিল, তবে ২০২০ সালে আদালত সেটি খারিজ করে দেয়।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৭ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

বিষাক্ত বাতাসে ব্রিটেন, সপ্তাহে ৫০০ জনের মৃত্যু

‘ভুল বাক্সে টিক দেয়ায় আমার স্ত্রীর লিভ টু রিমেইন রিফিউজ হয়ে গেছে’

যুক্তরাজ্যে সময়মত আদালতে আসামী হাজির না করায় বিলম্বিত হচ্ছে বিচার