17.7 C
London
August 28, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবেঃ নাহিদ ইসলাম

আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন সাবেক এই তথ্য উপদেষ্টা।

নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনীদের বিচার। এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না বলেও হুঁশিয়ার করেন নাহিদ ইসলাম।

সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে এনসিপির শীর্ষ এই নেতা বলেন, সবাই চলে আসুন। জুলাইয়ে সকল শক্তি, সকল শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৯ মে ২০২৫

আরো পড়ুন

বিশ্বব্যাংক বাংলাদেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ফরেনসিক অডিটের প্রস্তাব দিয়েছে

ভারতে ব্যর্থ, বাংলাদেশে ভুটানি তরুণীর সফল অস্ত্রোপচার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব