4.4 C
London
January 20, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আন্দোলনকারীদের দখলে গণভবন

দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

তাদের বহনকারী হেলিকপ্টারটি ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সেই সুযোগ পাননি। গণভবনে প্রবেশ করেছেন হাজার হাজার মানুষ।

রাজধানীর পথে পথে নেমে এসেছে মানুষের ঢল। তাদের অনেকেই বিজয়োল্লাসে মেতে উঠেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেবেন—এমন ঘোষণা আসার পর মানুষের মধ্যে একধরনের স্বস্তি ছড়িয়ে পড়ে।

রামপুরা টিভি সেন্টারের মধ্যে সেনাবাহিনীকে অবস্থান করতে দেখা যায়। জনতার উদ্দেশ্যে তাদের তাদের হাত নাড়তে দেখা যায়।

এম.কে
০৫ আগস্ট ২০২৪

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায়ঃ প্রণয় ভার্মা

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার

বাংলাদেশ হতে ইতালির ভিসা পেতে দেরি হওয়ার কারণ জানাল দূতাবাস