4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আবর্জনা পরিষ্কারের খেলা, যুক্তরাজ্য সেরা

স্পোগোমি নামটি স্পোর্টস থেকে সংক্ষিপ্ত অংশ ‘স্পো’ ও জাপানি শব্দ গোমি (আবর্জনা) থেকে এসেছে।

স্পোগোমি বিশ্বকাপের উদ্বোধনের আগে গত সপ্তাহে ২১টি দল জাপানে জড়ো হয়েছিল। স্পোগোমি হলো জাপানের একটি খেলা। এই খেলায় মূলত খেলোয়াড়েরা আবর্জনা পরিষ্কার করেন। কে কত দ্রুত আবর্জনা সংগ্রহ ও সব আলাদা করতে পারলেন, এ প্রতিযোগিতা হয়ে থাকে এই খেলায়। পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই খেলায় প্রতিটি দলে তিনজন খেলোয়াড় থাকেন।

যুক্তরাজ্যের দল ‘দ্য নর্থ উইল রাইজ অ্যাগেইন’ আয়োজক জাপানকে হারিয়ে সেরা হয়েছে। ইংল্যান্ডের দলটি ৫৭ দশমিক ২৭ কেজি আবর্জনা সংগ্রহ করে ৯ হাজার ৪৬ দশমিক ১ পয়েন্ট অর্জন করে। টুর্নামেন্টে জাপান দ্বিতীয় হয়েছে।

গত বুধবার বিজয়ী দলের প্রধান সারাহ প্যারি চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার পর বলেন, ‘অন্য দলগুলো হয়তো পরিবেশগত বিষয়ে অনেক সচেতন। তবে আবর্জনা সংগ্রহের খেলায় ততটা পারেনি। আমরা সম্ভবত তাদের চেয়ে উল্টো অবস্থানে ছিলাম। আমরা আমাদের সমুদ্র পরিষ্কার করতে এবং আবর্জনা কমাতে যতটা করা দরকার, সেটা করেছি। এটি সত্যি ভালো লাগার এক অন্য রকম অনুভূতি।’

এম.কে
২৮ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

নিজ ঘরে আশ্রয় দেওয়া শরনার্থীর প্রেমের টানে দুই সন্তানের বাবার গৃহত্যাগ

যুক্তরাজ্যে নিম্ন আয়ের পরিবার পাবে ২০০ পাউন্ড

২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক