6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আবেদন ফি ছাড়াই স্নাতক করুন যুক্তরাজ্যে, সঙ্গে ১৮ লাখ টাকা

উচ্চশিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাজ্যে। প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসে দেশটিতে।

বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের একটি দেশ হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে ১৩০টি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত ব্রিটিশ লাইব্রেরি। যুক্তরাজ্যে প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করা যায়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা।

থিংক বিগ হচ্ছে তেমনি একটি স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় স্নাতকে ২৬ ফ্রেব্রুয়ারি এবং স্নাতকোত্তরে ২৯ এপ্রিল ২০২৪।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্য বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। শুধুমাত্র মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।

‘থিংক বিগ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ ৬৫০০ থেকে ১৩০০ হাজার পাউন্ড প্রদান করা হবে। এছাড়া স্নাতকোত্তরে ৬৫০০ থেকে ২৬ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করা হবে। স্নাতকের মেয়াদ ৩ বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ ১ বছর।

এম.কে
৩০ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ইউরোপীয় কমিশনের ইউকের বিরুদ্ধে নাগরিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা

নিউজ ডেস্ক

বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করে তালগোল পাকালেন বাইডেন