10.7 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আভা হোয়াইট হত্যাকাণ্ড: ভ্যানের ছবি প্রকাশ করল পুলিশ

ক্রিসমাস সুইচ উৎসবের আনন্দমুখর পরিবেশ নিমেষেই অন্ধকারে ছেয়ে যায় ১২ বছর বয়সী কিশোরী আভা হোয়াইটের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায়। লিভারপুল শহরের কেন্দ্রে একাধিক দর্শক ও শিশুর সামনেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

 

বিবিসির খবরে বলা হয়, সিসিটিভি ফুটেজে পাওয়া একটি সিলভার ভ্যানের যাত্রীদের সন্ধান করছে পুলিশ। ঘটনাস্থলের খুব কাছে থাকা এই ভ্যানের যাত্রীদের সন্দেহভাজন হিসেবে খোঁজ করছেন গোয়েন্দা সংস্থা। সেই চিহ্নিত ভ্যানের ছবি অবশেষে উন্মুক্ত করেছেন পুলিশ, ভ্যানটির দ্রুত সন্ধান প্রত্যাশায়।

 

আভা হত্যাকাণ্ডে ইতোমধ্যে বেশ কয়েকজন ১৩-১৫ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তারা ধারণা করছেন, সিলভার ভ্যানের সূত্রে মূল আসামীর সন্ধান পাওয়া সহজ হবে।

 

২৭ নভেম্বর ২০২১
এনএইচ

 

আরো পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় জিম্মি ব্রিটিশ নাগরিক নিহতঃ হামাস

যুক্তরাজ্যের প্রতি ছয়জন কর্মীর একজন খাবার মিস করছেনঃ ট্রেড ইউনিয়ন কংগ্রেস

যুক্তরাজ্যের তাপমাত্রা ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন