22.4 C
London
August 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আমরা বেকন ভালোবাসি’ বলায় যুবক গ্রেপ্তার, যুক্তরাজ্যে বাকস্বাধীনতা নিয়ে বিতর্ক

যুক্তরাজ্যের লেক ডিস্ট্রিক্টে প্রস্তাবিত একটি মসজিদের সামনে বিক্ষোভ চলাকালে “আমরা বেকন ভালোবাসি” বলে স্লোগান দেওয়ার অভিযোগে ২৩ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ধর্মীয় সংবেদনশীলতা, আইন প্রয়োগ ও বাকস্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

বেকন হলো শূকরের মাংসের বিশেষ অংশ, সাধারণত পেট বা পিঠের দিক থেকে কেটে লবণ দিয়ে সংরক্ষণ করে ধোঁয়ায় বা শুকিয়ে প্রক্রিয়াজাত করা হয়। ভেজে বা গ্রিল করে পরিবেশিত এই খাবার ব্রিটিশ প্রাতরাশের প্রধান উপাদান। ভিক্টোরিয়ান যুগ থেকে এটি ইংলিশ খাবারের অংশ, আর বর্তমানে প্রতিবছর প্রায় ১.৩ বিলিয়ন পাউন্ড মূল্যের বেকন যুক্তরাজ্যে বিক্রি হয়।

অভিযুক্ত যুবক বিক্ষোভে যোগ দিয়ে গান গাওয়ার ভঙ্গিতে স্লোগান দেন “আমরা বেকন ভালোবাসি।” পুলিশ অভিযোগ তোলে, মুসলমানদের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার মতো এ মন্তব্য প্ররোচনামূলক। এক কর্মকর্তা বিষয়টিকে “জাতিগত নির্যাতন” হিসেবেও উল্লেখ করেন।

সমালোচকরা বলছেন, ব্রিটেন এখনো খ্রিস্টান প্রধান দেশ এবং এখানে বাকস্বাধীনতা সংবিধান দ্বারা সুরক্ষিত। খাবার নিয়ে মন্তব্য করাকে অপরাধ হিসেবে গণ্য করা যুক্তিসঙ্গত নয়। তাদের মতে, কেবল একটি প্রচলিত খাদ্যের প্রতি ভালোবাসা প্রকাশ করায় কাউকে গ্রেপ্তার করা স্বাধীন মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।

আরেক দিক থেকে সমালোচনা উঠেছে আইন প্রয়োগের দ্বৈত মান নিয়ে। সাধারণ দোকানচুরি করে ২০০ পাউন্ড পর্যন্ত পণ্য নিয়ে গেলেও অপরাধীরা সামান্য শাস্তি পায়, অথচ খাবার নিয়ে এক মন্তব্যের কারণে একজন তরুণকে পুলিশের হাতে আটক হতে হয়েছে। এটি সমাজে আইন প্রয়োগে বৈষম্যের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে ব্রিটিশ সমাজে তীব্র আলোচনা চলছে। একপক্ষ মনে করছে, পুলিশ ধর্মীয় সংবেদনশীলতা রক্ষা করতে সঠিক পদক্ষেপ নিয়েছে। অপরপক্ষের মতে, এ ধরনের গ্রেপ্তার দেশটিতে মৌলিক অধিকার—বাকস্বাধীনতা—সঙ্কুচিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে
২১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে চিকিৎসা চলাকালীন টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিও আপলোডে বিপাকে NHS

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ৪৬৬

যুক্তরাজ্যে হোম অফিসের ভুল সিদ্ধান্তে দুই শিশু যুক্তরাজ্য ছাড়ার মুখে, শেষমেশ পিছু হটল কর্তৃপক্ষ