8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন

বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল ফেনিতে ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (২১ অক্টোবর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এই উদ্বোধন করেন।

লাইভে তিনি বলেন, ‘আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা, ত্রাণ ও পুনর্বাসনের যে মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছিলাম তার বড় বাজেটটা খরচ করতে যাচ্ছি পুনর্বাসন কার্যক্রমে। ৩০ কোটি টাকা আমরা ত্রাণ কার্যক্রমে খরচ করেছি, ৭১ কোটি ২৫ লাখ টাকা পুনর্বাসনে ব্যয় করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, তিন উপায়ে পুনর্বাসন কার্যক্রম চালানো হবে। ১ হাজার ৫০০ ঘর নির্মাণ করে, ৮ হাজার ৪০০ মানুষকে নগদ অর্থ সহায়তা দিয়ে এবং ১০০ ক্ষতিগ্রস্ত চালককে অটোরিকশা দিয়ে। অনলাইনে ৪২ হাজার আবেদন যাচাইবাছাই করে ১০ হাজার আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০০ জনের ঘর সম্পূর্ণ নষ্ট হওয়ায় তাদের সম্পূর্ণ ঘর করে দেওয়া হবে। এছাড়াও যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কারও কৃষিকাজ নষ্ট হয়েছে, কারও ক্ষুদ্র পুঁজি নষ্ট হয়েছে; এমন ৮ হাজার ৪০০ পরিবারকে এক সপ্তাহের মধ্যে ১০ কোটি টাকা পাঠানো হবে। এছাড়া ১০০ প্রতিবন্ধী ও ক্ষতিগ্রস্ত রিকশাচালককে ১ কোটি ২৫ লাখ টাকার ১০০টি অটো রিকশা দেওয়া হবে বলেও জানান তিনি।

সবশেষে তিনি পুনর্বাসন কার্যক্রম নিয়ে উঠা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রস্তুত করা একটি ঘর দেখান।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

গামের্ন্টসের চেয়ে বড় রপ্তানি খাত আসছে বাংলাদেশে

শ্রীমঙ্গলে অস্ত্র ও মাদকসহ ব্রিটিশ নাগরিক আটক

আন্দোলনে নিহত ৭০৮ জনের পরিচয় প্রকাশ করলো সরকার