18.6 C
London
July 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডের প্রতিটি কাউন্সিলে চালু হচ্ছে ‘ফ্যামিলি হাব’, সহায়তা পাবে ৫ লাখ শিশু

যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছে, ইংল্যান্ডের প্রতিটি স্থানীয় কর্তৃপক্ষে ‘ফ্যামিলি হাব’ চালু করা হবে, যেখানে অভিভাবক সহায়তা, স্বাস্থ্যসেবা ও যুব পরিষেবা একত্রে প্রদান করা হবে।

৫০০ মিলিয়ন পাউন্ডের এই পরিকল্পনার আওতায় সবচেয়ে পিছিয়ে থাকা এলাকার আরও ৫ লাখ শিশু উপকৃত হবে বলে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেন, “বেস্ট স্টার্ট” ফ্যামিলি হাবগুলো পরিবারগুলোর জন্য এক ধরনের লাইফলাইন হবে এবং শিশুদের ভবিষ্যৎ গঠনের ভিত্তি তৈরি করবে।

টোরি দল দাবি করেছে, এই পরিকল্পনায় কী নতুন, আর কী পুরনো সেবার পুনর্বিন্যাস—সে ব্যাপারে স্পষ্টতা নেই।

২০০০-এর দশকে নিউ লেবার সরকারের ‘শিওর স্টার্ট’ কেন্দ্র থেকেই ফ্যামিলি হাবের ধারণার সূচনা হয়। টোরি সরকার ২০১০ সালের পর এসব কেন্দ্রের অনেকগুলো বন্ধ করে দেয়।

২০২৩ সালে কনজারভেটিভ সরকার ৭৫টি লোকাল অথরিটিতে ৪০০টি হাব চালু করে, যেখানে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে পিতামাতার প্রশিক্ষণ পর্যন্ত নানা পরিষেবা অন্তর্ভুক্ত ছিল।

লেবার সরকার বলেছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে দেশের প্রতিটি লোকাল অথরিটিতে হাব চালু করা হবে এবং ২০২৮ সালের মধ্যে সংখ্যাটি এক হাজারে উন্নীত হবে।

বিবিসি’র লরা কুন্সবার্গের প্রশ্নে ফিলিপসন বলেন, এটি কনজারভেটিভদের কৌশলের ধারাবাহিকতা নয়, বরং লেবার সরকার আরও এগিয়ে যাচ্ছে এবং পরিবার সেবাকে নতুন করে গড়ে তুলছে।

নতুন হাবগুলোতে থাকবে জন্মনিবন্ধন, মাতৃসেবা, ঋণ পরামর্শ, পিতামাতার প্রশিক্ষণ এবং যুব ক্লাবের মতো গুরুত্বপূর্ণ সেবা।

সরকার আশা করছে, এসব হাব সামাজিক সেবা ও স্বাস্থ্য সহায়তা পাওয়ার পথ আরও সহজ করে তুলবে।

ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট একে লেবার সরকারের “ভাঙা প্রতিশ্রুতি ও পুরনো নীতির নতুন মোড়ক” হিসেবে অভিহিত করেছেন।

সেভ দ্য চিলড্রেন সংস্থা এই পরিকল্পনাকে ইতিবাচক বলে আখ্যা দিয়েছে এবং বলেছে, এক জায়গায় অভিভাবকতা, স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়ার পদ্ধতি কার্যকর।

সংস্থাটির নীতি পরিচালক ড্যান পাসকিনস বলেন, “সরকার পরিবারগুলোর জন্য সহায়তা পাওয়া সহজ করছে—এটা আমরা স্বাগত জানাই।”

সূত্রঃ বিবিসি

এম.কে
০৭ জুলাই ২০২৫

আরো পড়ুন

আয়ারল্যান্ড সকল অবৈধ অভিবাসী ফেরত পাঠাবে ইউকেতে

আফগানিস্তানে তিন বৃটিশ নাগরিককে গুম করেছে তালেবান

পার্টিগেট কেলেঙ্কারির কারণে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এমপির পদত্যাগ