25.1 C
London
July 9, 2025
TV3 BANGLA
বাংলাদেশস্পোর্টস

ইংল্যান্ডের মাটিতে রেকর্ড রান চেজ করে বাংলাদেশের জয়

শুক্রবার ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ার‍ল্যান্ড। ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে যায় বৃষ্টি। তাতে ৫০ ওভার থেকে কমিয়ে ৪৫ ওভার করা হয়। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান করে আইরিশরা। জবাবে ৪৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

চেমসফোর্ডে ওয়ানডেতে ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৭ রান করেছিল ভারত। এতদিন সেটিই ছিল মাঠটিতে সর্বোচ্চ সংগ্রহ।

তবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টিম ইন্ডিয়ার সেই রেকর্ড ভেঙে আয়ারল্যান্ড করে ৩১৯ রান। আর আইরিশদের গড়া সদ্য রেকর্ড ভেঙে জায়গা দখল করে বাংলাদেশ। লাল-সবুজের দল করে ৩২০ রান।

আরো পড়ুন

আন্দোলনে নিহত ৭০৮ জনের পরিচয় প্রকাশ করলো সরকার

বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সরকারের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে: মার্কিন গোয়েন্দাপ্রধান

নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশের ইতিহাস