6.4 C
London
January 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডের স্কুলে ফোন নিষিদ্ধঃ ব্যবহার করা যাবে না ক্যালকুলেটর হিসাবেও

ইংল্যান্ডের স্কুলগুলোতে পুরো দিনের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ রাখা উচিত বলে প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন শিক্ষা সচিব ব্রিজেট ফিলিপসন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা ফোন ব্যবহার করতে পারবে না, এমনকি গণিতের ক্যালকুলেটর বা গবেষণার জন্যও নয়।

ফিলিপসন সরকারি আপডেটেড নির্দেশনার প্রতি স্কুলগুলোকে মনোযোগ দেওয়ার জন্য চিঠি লিখেছেন। তিনি জোর দিয়ে বলেন, “স্কুলগুলো নিশ্চিত করবে যে এই নীতি সব ক্লাসে এবং সব সময় সমানভাবে প্রয়োগ করা হচ্ছে, এবং আমরা চাই পিতামাতারাও এই নীতির সমর্থন করবেন।” শিক্ষকদেরও শিক্ষার্থীদের সামনে ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্কুল পর্যবেক্ষক অফসটেড এই নীতি কিভাবে বাস্তবায়িত হচ্ছে তা পরীক্ষা করবে। পাশাপাশি, বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি দপ্তর (DSIT) শিশুদের সামাজিক মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেবে। আপডেটেড নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের “পাঠের সময়, বিরতি, মধ্যাহ্নভোজনের সময় বা ক্লাসের মধ্যে ফোন ব্যবহার করার অনুমতি থাকবে না।”

DSIT-এর তথ্য অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের ৯৯.৯% এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৯০% ইতিমধ্যেই মোবাইল ফোন নীতিমালা কার্যকর করেছে। তবে মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮% শিক্ষার্থী বলেছেন, কিছু ক্লাসে অনুমতি ছাড়াই ফোন ব্যবহার করা হয়, যা চতুর্থ ধাপের শিক্ষার্থীদের মধ্যে ৬৫% পর্যন্ত বৃদ্ধি পায়।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হেড টিচার্স-এর সাধারণ সম্পাদক পল হোয়াইটম্যান বলেন, “স্কুল নেতাদের সরকার থেকে সমর্থন প্রয়োজন, কঠোর পরীক্ষা-নিরীক্ষার হুমকি নয়।”

মন্ত্রীরা যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য অস্ট্রেলিয়ার মতো সামাজিক মিডিয়া নিষেধাজ্ঞা প্রবর্তনের বিষয়েও পরামর্শ নিচ্ছেন।

গত সপ্তাহে হাউস অফ লর্ডস কনজারভেটিভ নেতৃত্বাধীন একটি সংশোধনীকে সমর্থন দিয়েছে, যা শিশুদের কল্যাণ ও স্কুল বিলের অংশ হিসেবে এই ধরনের নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিল। যদিও সরকার তা সমর্থন করে নাই। প্রধানমন্ত্রীর উপর এখন দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ নেওয়ার চাপ বেড়েছে, তবে জানা গেছে কিয়ার স্টার্মার অস্ট্রেলিয়ার তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে চান।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

কৌশলে অগ্নিনিরাপত্তা এড়াচ্ছেন লন্ডনের বিল্ডাররা

অনলাইন ডেস্ক

বরিস জনসনের তীব্র সমালোচনা করলেন আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে মর্টগেজ চার্টার বাতিলের চিন্তা, বাড়ছে ঘর হারানোর শঙ্কা