20.9 C
London
September 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইংল্যান্ডে লকডাউন প্রত্যাহার ১৯ জুলাই

ইংল্যান্ডে লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা মাস খানেক পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের ঝুঁকির কথা উল্লেখ করে সোমবার (১৪ জুন) ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, এখনই ব্যবস্থা নেওয়া না হলে হাসপাতালে ভর্তির পরিমাণ মহামারির প্রথম ঢেউয়ের চূড়ায় উঠতে পারে।

 

বিবিসি সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত ২১ জুনের বদলে ১৯ জুলাই লকডাউন প্রত্যাহার হবে।

 

এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আর একটু অপেক্ষা করা দায়িত্বশীল হবে বলে মনে হয়। অবস্থা যা দাঁড়িয়েছে আর যেসব প্রমাণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাতে আত্মবিশ্বাসী যে আমাদের আর চার সপ্তাহের বেশি সময় লাগবে না।

 

অতিরিক্ত এই সময়ে যুক্তরাজ্যে টিকাদান কার্যক্রমে আরও গতি আনা হবে। আগামী ২৮ জুন আবারও পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনার সম্ভাবনা কম বলে মনে করেন জনসনের মুখপাত্র।

 

গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে যেসব নতুন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের আক্রান্ত হওয়ার কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটি ভারতে প্রথম শনাক্ত হয়। কর্মকর্তাদের ধারণা এই ভ্যারিয়েন্টটি ৬০ শতাংশ বেশি সংক্রামক। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, এই ভ্যারিয়েন্টটি সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু করিয়ে দিতে পারে।

 

সোমবার যুক্তরাজ্যে নতুন করে ৭ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে তিন জনের। প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৪ শতাংশ বাড়ছে। আর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে যাওয়া রোগীর পরিমাণও বাড়ছে।

 

১৪ জুন ২০২১
সূত্র: রয়টার্স

আরো পড়ুন

বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলল জাপান

ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়াল সরকার, ঘণ্টায় ১৯০০ টাকা

যুক্তরাজ্যে অভিবাসন আইনে পরিবর্তন

অনলাইন ডেস্ক