10.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডে স্কুল ব্রেকফাস্ট ক্লাব ও ‘দুই-সন্তান ভাতা সীমা’

যুক্তরাজ্যর শিক্ষামন্ত্রী যখন প্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনামূল্যে ব্রেকফাস্ট চালুর ঘোষণা দেন, তখন লেবার এমপিরা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

গত জুলাইয়ে সাতজন লেবার এমপি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত হন, কারণ তারা দুই-সন্তান সীমা বাতিলের পক্ষে ভোট দিয়েছিলেন। অনেক প্রবীণ লেবার নেতার মতে, এই নীতি নিষ্ঠুর এবং অযৌক্তিক। তবে, বর্তমান মন্ত্রীরা ইঙ্গিত দিয়েছেন যে তারা এই সীমা তুলে নিতে চাইলে তা কেবলমাত্র আর্থিক পরিস্থিতি অনুকূল থাকলেই সম্ভব হবে।

লেবার পার্টির নির্বাচনী ইশতেহারে ২০২৮-২৯ সালের মধ্যে ব্রেকফাস্ট ক্লাবের জন্য ৩১৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে, সরকার ক্লাসরুমে সরাসরি ব্রেকফাস্ট সরবরাহের পরিবর্তে অন্তত ৩০ মিনিটের ব্রেকফাস্ট ক্লাব পরিচালনার উপর জোর দিচ্ছে। যা অতিরিক্ত কর্মী নিয়োগের কারণে ব্যয়বহুল হয়ে উঠতে পারে বলে কিছু দাতব্য সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৪ ডিসেম্বর ২০২৫

আরো পড়ুন

ইউরোপ প্রবেশে ব্রিটিশদের খরচ হবে ৭ ইউরো

অনলাইন ডেস্ক

পোষা কুকুরের কামড়ে অণ্ডকোষ হারালেন ব্রিটিশ যুবক

নেট জিরো: হাউজিং সেক্টরে যেসব পরিবর্তন আনতে চলেছে ব্রিটেন

অনলাইন ডেস্ক