কিয়েভে এক আকস্মিক সফরে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করেছেন বরিস জনসন, যা যুদ্ধের সমীকরণ পরিবর্তন করতে পারে দাবি করেন তিনি।
শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে নিজের অঘোষিত ইউক্রেন সফরের কথা জানান বরিস জনসন। জেলেনস্কির সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে জনসন লিখেছেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, ভলোদিমির। ফের কিয়েভে এসে ভালো লাগলো।’
বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো দেশটি সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ শুরুর পর কোনও বিদেশি নেতা হিসেবে তিনিই প্রথম দেশটি সফর করেন।
নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে জনসনকে স্বাগত জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ইউক্রেনের প্রতি গ্রেট ব্রিটেনের সমর্থন অনেক জোরালো। সেটি প্রমাণিত হয়েছে। আমাদের দেশের মহান বন্ধু বরিস জনসনকে আবারও কিয়েভে দেখতে পেয়ে উচ্ছ্বসিত।
১৮ জুন ২০২২
এনএইচ