16.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউগভ জরিপে ভূমিকম্পঃ ব্রিটেনে প্রধানমন্ত্রী হওয়ার পথে নাইজেল ফারাজ

ব্রিটিশ রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের ইঙ্গিত মিলছে ইউগভের সর্বশেষ আসনভিত্তিক এমআরপি জরিপে। এতে দেখা যাচ্ছে, আগামীকাল নির্বাচন হলে রিফর্ম ইউকে ৬৫০ আসনের মধ্যে ৩১১ আসন পাবে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩২৬ আসনের মাত্র ১৫ আসন কম হলেও নাইজেল ফারাজকে প্রধানমন্ত্রী হতে কেউ ঠেকাতে পারবে না।

 

স্পিকার ও সিন ফেইনের অনুপস্থিত আসন বিবেচনায় নিয়ে দেখা যায়, অন্য কারও পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন জোগাড় করা কার্যত অসম্ভব। এর ফলে ফারাজই হবেন সরকারের নেতৃত্বের একমাত্র সম্ভাব্য মুখ।

গত জুনে করা জরিপে রিফর্ম সংখ্যাগরিষ্ঠতা থেকে ৫৫ আসন দূরে ছিল। কিন্তু সর্বশেষ সমীক্ষায় তাদের বর্তমান পাঁচ আসন থেকে বেড়ে সম্ভাব্য আসন দাঁড়িয়েছে ৩১১-এ। এটি ব্রিটিশ ইতিহাসে এক নির্বাচনে সবচেয়ে বড় আসন বৃদ্ধির রেকর্ড হতে পারে।

নতুন প্রক্ষেপণে দেখা যাচ্ছে, রিফর্ম ইউকে ৩১১, লেবার ১৪৪, লিবারেল ডেমোক্র্যাট ৭৮, কনজারভেটিভ ৪৫, এসএনপি ৩৭, গ্রিনস সাত, প্লেইড ছয় এবং বামপন্থী প্রার্থীরা তিন আসন পাবে। উত্তর আয়ারল্যান্ড এতে অন্তর্ভুক্ত নয়। কিয়ার স্টারমারের নেতৃত্বে মাত্র এক বছর আগে ৪১১ আসনে জয়ী লেবার এবার দুই-তৃতীয়াংশ আসন হারাতে পারে। যা ১৯৩১ সালের পর তাদের সবচেয়ে খারাপ ফলাফল।

 

বড় নেতাদের মধ্যে পরাজিত হতে পারেন ইয়েভেট কুপার, ওয়েস স্ট্রিটিং, এড মিলিব্যান্ড, ব্রিজেট ফিলিপসন, লিসা ন্যান্ডি ও অ্যাঞ্জেলা রেইনার। অন্যদিকে কনজারভেটিভদের আসন নেমে আসতে পারে মাত্র ৪৫-এ। এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভরাডুবি কনজার্ভেটিভ পার্টির জন্য। ১৬৭০ দশকে টোরি পার্টি গঠনের পর থেকে এরচেয়ে বাজে ফলাফল টোরিদের দেখতে হয় নাই।

টোরিরা চতুর্থ স্থানে নেমে আসবে, লিবারেল ডেমোক্র্যাটদেরও নিচে। ওয়েলস ও সাউথ ওয়েস্ট থেকে পুরোপুরি মুছে যাবে দলটি, আর স্কটল্যান্ডে থাকবে মাত্র একটি আসন। রবার্ট জেনরিক, প্রীতি প্যাটেল, জেমস ক্লেভারলি ও মেল স্ট্রাইডসহ শীর্ষ সারির বহু নেতা আসন হারাতে পারেন।

জাতীয় ভোট শেয়ারে রিফর্ম ইউকে ২৭%, লেবার ২১%, কনজারভেটিভ ১৭%, লিবারেল ডেমোক্র্যাট ১৫%, গ্রিনস ১১%, এসএনপি ৩% এবং প্লেইড ১% সমর্থন পেতে পারে। ছোট জরিপগুলোতে রিফর্মের অবস্থান আরও শক্তিশালী দেখা যাচ্ছে।

বিশ্লেষণে দেখা যাচ্ছে, রিফর্মের তিন-চতুর্থাংশ আসনই আসবে লেবারের হাত থেকে, আর লেবারের অর্ধেকের বেশি আসন সরাসরি চলে যাবে রিফর্ম ইউকের ঝুলিতে।

আঞ্চলিকভাবে ইংল্যান্ডের উত্তর-পূর্বে রিফর্ম সবচেয়ে শক্তিশালী হবে, যেখানে ২৭ আসনের মধ্যে ২১ পাবে তারা। পূর্ব মিডল্যান্ডস ও ওয়েলসও রিফর্মের ঘাঁটি হবে। তবে লন্ডনে ৭৫ আসনের মধ্যে মাত্র ছয় এবং স্কটল্যান্ডে ৫৭ আসনের মধ্যে মাত্র পাঁচ আসন পাবে দলটি। এদিকে স্কটল্যান্ডে এসএনপি আসন সংখ্যা বাড়িয়ে ৩৭-এ উন্নীত করবে, আর লেবার নেমে আসবে মাত্র নয়টিতে।

ওয়েলসে রিফর্ম ২৩, প্লেইড ছয় এবং লেবার মাত্র তিন আসনে সীমাবদ্ধ থাকবে। এতে আগামী ওয়েলশ সেনেড নির্বাচনে লেবার নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা দেখা দিচ্ছে।

ইউগভ জানায়, রিফর্ম ইউকের আসন সংখ্যা কেন্দ্রীয় প্রক্ষেপণে ৩১১ হলেও তা বেড়ে ৩৪২ হতে পারে, যা সরাসরি সংখ্যাগরিষ্ঠতা দেবে। আবার তা নেমে আসতে পারে ২৭১-এও। কনজারভেটিভদের আসন ২৮ থেকে ৬৮-এর মধ্যে, আর লেবারের ফলাফল ১১৮ থেকে ১৮৫ আসনের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
২৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

টিকার মাধ্যমে সংক্রমণ কমার ইঙ্গিত পাচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

টুকু পুত্র আসিফ শামসের যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তি, আলোচনায় চার বাড়ি

রাজা চার্লসের পর কেট মিডলটনেরও ক্যানসার ধরা পড়ল