TV3 BANGLA
বাংলাদেশ

ইউটিবার তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দীন সাথী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথী।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এম.কে
১৭ আগস্ট ২০২৫

আরো পড়ুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল ও পদোন্নতি

বিটিআরসি লাইসেন্সের জন্য স্টারলিংকের আবেদন

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়াল আটক