13.2 C
London
October 20, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইউরোপের শীর্ষ তিন ব্র্যান্ডের শিশুর ডামিতে বিপজ্জনক ক্যান্সার-সৃষ্টিকারী রাসায়নিক শনাক্ত

ইউরোপের তিনটি জনপ্রিয় শিশুপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তৈরি ডামিতে পাওয়া গেছে বিসফেনল এ (BPA) নামের এক রাসায়নিক, যা স্থূলতা, প্রজনন সমস্যা ও ক্যান্সারের সঙ্গে যুক্ত। চেক প্রজাতন্ত্রের ভোক্তা সংস্থা dTest-এর ল্যাব পরীক্ষায় এই তথ্য প্রকাশ পায়। BPA শনাক্ত হয়েছে ফিলিপস, কিউরাপ্রক্স (Curaprox) এবং সোফি লা জিরাফ (Sophie la Girafe) ব্র্যান্ডের তৈরি পণ্যগুলোতে—যেগুলো বাজারজাত করা হয়েছিল “BPA-মুক্ত” বা “প্রাকৃতিক রাবার” হিসেবে।

BPA একটি সিন্থেটিক রাসায়নিক যা প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। এর গঠন মানবদেহের নারী হরমোন ইস্ট্রোজেনের মতো, যা শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে। বিজ্ঞানীরা জানান, এটি স্তন ও প্রোস্টেট ক্যান্সার, ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগ, এমনকি শিশুর মস্তিষ্ক ও আচরণের বিকাশেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অল্পমাত্রাতেও এই রাসায়নিক ক্ষতিকর হতে পারে এবং গর্ভকালীন বা শিশুকালে এর সংস্পর্শ ভবিষ্যতে শুক্রাণু হ্রাস ও অকাল বয়ঃসন্ধি ঘটাতে পারে।

পরীক্ষার জন্য গবেষকরা চেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া ও হাঙ্গেরির দোকান থেকে ১৯টি ডামি এবং অনলাইন মার্কেটপ্লেস Temu থেকে আরও দুটি কিনে পরীক্ষা করেন। শিশুর মুখের পরিবেশ অনুকরণ করতে ডামিগুলোকে ৩৭° সেলসিয়াস তাপমাত্রায় কৃত্রিম লালায় ৩০ মিনিট ডুবিয়ে রাখা হয়। বিশ্লেষণে দেখা যায়, Curaprox “Baby Grow with Love” ডামিতে BPA-র মাত্রা সবচেয়ে বেশি, ১৯ মাইক্রোগ্রাম প্রতি কেজি (µg/kg)—যা ইইউর অনুমোদিত সীমা ১০ µg/kg-এর প্রায় দ্বিগুণ। Sophie la Girafe “Natural Rubber” ডামিতে পাওয়া গেছে ৩ µg/kg, এবং Philips Avent Ultra Air Soother-এ ২ µg/kg।

পরীক্ষার ফল প্রকাশের পর Curaprox নিজস্ব পরীক্ষা করে ফলাফল নিশ্চিত করে এবং সংশ্লিষ্ট ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের রিফান্ড দেওয়ার ঘোষণা দেয়। Sophie la Girafe কর্তৃপক্ষ ফলাফলের গুরুত্ব অস্বীকার করে জানায়, পাওয়া মাত্রা “অতি নগণ্য” এবং পণ্যটি আর তাদের ক্যাটালগে নেই। Philips দাবি করেছে, তাদের সব সোথার “BPA-মুক্ত” এবং স্বাধীন সংস্থা DEKRA-র পরীক্ষাতেও BPA শনাক্ত হয়নি। তবে Foshan City Saidah কোনো মন্তব্য করেনি।

ভোক্তা সংগঠন dTest জানিয়েছে, শিশুর ডামি সাধারণত নবজাতকের প্রথম ব্যবহৃত পণ্য, কিন্তু অনেক অভিভাবকই জানেন না যে এসব পণ্য থেকেই শিশুরা হরমোন-ব্যাহতকারী রাসায়নিকের সংস্পর্শে আসছে। চেক পরিবেশবাদী সংগঠন Arnika-র প্রতিনিধি কারোলিনা ব্রাবকোভা বলেন, “শিশুর বোতলে BPA নিষিদ্ধ হলেও ডামিতে কেন নয়? এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং ভোক্তা সুরক্ষায় ব্যর্থতার উদাহরণ।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২০ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ফেসবুককে ইলন মাস্কের খোঁচা

শিশুরাও পাবে বড়দের সমান শাস্তি!

নিউজ ডেস্ক

ভারতে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হলেন মুসলিম দম্পতি