14 C
London
December 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইতিহাসে সর্বনিম্ন রুপির দাম, ভারতের রিজার্ভ নিয়ে শঙ্কা

রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নতুন গভর্নর হিসাবে সঞ্জয় মালহোত্রাকে নিয়োগ দেয়ার পরদিনই ডলারের হিসাবে রুপির দামে রেকর্ড পতন। সর্বকালীন নিম্নে চলে গিয়েছে ভারতীয় রুপি। এই পরিস্থিতিতে ভারতীয় শেয়ার বাজারের আরও বেশি পরিমাণে বিদেশি লগ্নিকারী হারানোর আশঙ্কা করছেন তারা। পাশাপাশি, আগামী বছর (২০২৫) আরবিআইয়ের রেপো রেট কমানোর প্রত্যাশাও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে।

সোমবার, ৯ ডিসেম্বর আরবিআই নতুন গভর্নর হিসাবে সঞ্জয়ের নাম ঘোষণা করে কেন্দ্র। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের এই আমলা কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ পদের দায়িত্ব পাওয়ায় ডলারের নিরিখে টাকার দাম ৮৪.৮০-তে থাকবে বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি।

এ দিন বাজার খোলার পর দেখা যায় ৮৪.৭৫-এ ঘোরাফেরা করছে রুপির দাম। শেয়ার বাজারের সর্বশেষ সেশনের থেকেও দর নেমেছে বলে জানা গিয়েছে।

বুধবার, ১১ ডিসেম্বর আরবিআইয়ের গভর্নরের দায়িত্বভার গ্রহণ করবেন সঞ্জয়। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সচিব পদে রয়েছেন তিনি।

তিন বছরের মেয়াদে তাকে নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। ডলারের বিপরীতে রুপির পতন ঠেকানো এবং মুদ্রাস্ফীতির হার নামানোই তার কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এ ছাড়া আর্থিক বৃদ্ধি ও জিডিপির সূচক ঊর্ধ্বমুখী রাখার দিকেও নজর দিতে হবে সঞ্জয়কে।

সূত্রের খবর, ডলারের নিরিখে রুপির দামের এই পতন ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে আরবিআই। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সাহায্যে লগ্নিকারীদের ডলার বিক্রি করতে হচ্ছে।

ডলারের তুলনায় রুপির দাম পড়লে ভারতের বিদেশি রিজার্ভের ওপর তার প্রভাব দেখা যায়। এই মুদ্রা ভান্ডার কিছুতেই কম করতে রাজি নয় ভারত। জাপানি সংস্থা ‘নেমুরা’ জানিয়েছে, যথেষ্ট জটিল পরিস্থিতিতে আরবিআইয়ের দায়িত্বভার গ্রহণ করছেন সঞ্জয়। মুদ্রানীতিতে সামঞ্জস্য আনতে বড়সড় পরিবর্তন আনতে পারেন তিনি।

এম.কে
১০ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

খেতে গিয়ে জ্যান্ত অক্টোপাস আটকে গেল গলায়, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু বৃদ্ধের

আসাদ সরকারের পতন, নেপথ্যে ১৪ বছরের কিশোরের গ্রাফিতি

নিউজ ডেস্ক

রিজার্ভ গণনায় আইএমএফ পদ্ধতি শুরু জুনে, নামবে ২৪ বিলিয়ন ডলারে