4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আসছে নতুন দুঃসংবাদ

কনজারভেটিভ সরকার ইমিগ্রেশন নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এরই মধ্যে আলোচনায় এসেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পরিবারের লোকদের ভিসা দেওয়ার প্রসঙ্গে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায় স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্রেভারম্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আত্মীয়দের ভিসা দেওয়ার ব্যাপারে কঠোরতা প্রয়োগ করার পক্ষে।

ব্রেভারম্যান জানান, সরকার বেশিরভাগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইমিগ্রেশন ক্র্যাকডাউনের পক্ষে, তাদের পরিবারকে যুক্তরাজ্যে আনতে নিষেধাজ্ঞার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার।

 

 

 

 

বৃহস্পতিবার প্রকাশিত হওয়া নতুন পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় নেট মাইগ্রেশন বেড়েছে প্রায় ১ মিলিয়নের বেশি।

খবরে জানা যায়, প্রধানমন্ত্রী ঋষি সুনাক গত বছর ডাউনিং স্ট্রিটে প্রবেশের সময় নেট মাইগ্রেশন হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তিনি এই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছেন।

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আত্মীয় হিসেবে যুক্তরাজ্যে আগত লোকের সংখ্যা গত বছর ১,৩৫,৭৮৮ এ পৌঁছেছে, যা ২০১৯ সালের চেয়ে নয় গুণ বেশি।

 

 

 

 

আগামী মঙ্গল বা বুধবার এই নতুন আইন নিয়ে ঘোষণা আসতে পারে। যার মাধ্যমে মাষ্টার্স শিক্ষার্থী আর তাদের পরিবারকে ইউকে আনতে পারবেন না৷ যদিও পিএইচডি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

উল্লেখ্য স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান আরও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন একজন বিদেশি শ্রমিক মাত্র ২৬,০০০ পাউন্ড বছরে আয়ের অফার নিয়ে ইউকে চলে আসতে পারে। তিনি তা ৩৩,০০০ পাউন্ডে উন্নিত করার পক্ষে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান।

আরো পড়ুন

জানা গেলো কেলেঙ্কারির কেন্দ্রে থাকা বিবিসি উপস্থাপকের নাম

ঘনিষ্ঠ মহলে বাইডেনকে নিয়ে ওবামা ও পেলোসির উদ্বেগ

নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক