পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় ১২ বছরের এক কিশোরী ইয়াফি নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পেতে পুলিশের পক্ষ থেকে জরুরি সহায়তার আহ্বান জানানো হয়েছে। নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয় কমিউনিটিতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর ইয়াফিকে সর্বশেষ দেখা যায় খার্তুম রোডে—যা বার্কিং রোডের পাশে এবং প্লাস্টো পার্কের দক্ষিণ অংশে অবস্থিত। পরিবার তাকে সন্ধ্যায় বাড়িতে না ফিরলে স্থানীয় এলাকা জুড়ে খোঁজাখুঁজি শুরু করে এবং তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে। তবে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাত ৮টা ৩৮ মিনিটে পুলিশের কাছে নিখোঁজের রিপোর্ট জমা দেওয়া হয়। এরপর থেকে কর্মকর্তারা আশপাশের রাস্তা, স্থানীয় পার্ক, পরিবহন সংযোগস্থলে অনুসন্ধান চালাচ্ছেন। এখন পর্যন্ত ইয়াফিকে দেখা গেছে—এমন কোনো নিশ্চিত সাইটিং পাওয়া যায়নি বলে জানিয়েছে মেট পুলিশ।
পুলিশ বলছে, যে কেউ ইয়াফিকে দেখলে অবিলম্বে ৯৯৯ নম্বরে কল করতে হবে এবং রেফারেন্স 7098/04DEC উল্লেখ করতে হবে। যদি সরাসরি তাকে না-ও দেখা যায়, তার অবস্থান সম্পর্কে যেকোনো তথ্য থাকলে ১০১ নম্বরে একই রেফারেন্স দিয়ে জানাতে বলা হয়েছে।
পুলিশের দেওয়া বর্ণনা অনুযায়ী, ইয়াফির মুখে এশীয় বৈশিষ্ট্য রয়েছে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গঠন মাঝারি এবং চুল বাদামী। নিখোঁজের সময় সে স্কুল ইউনিফর্ম পরা ছিল—কালো ব্লেজার ও ট্রাউজার, কালো-হলুদ টাই—এবং তার সঙ্গে ছিল একটি কালো নাইকি রুকস্যাক।
তরুণ বয়সের নিখোঁজের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে পুলিশ, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনুসন্ধান কঠিন হয়ে ওঠে। এদিকে ইয়াফির পরিবার দ্রুত তার সন্ধান মিলবে—এই আশায় রয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

