TV3 BANGLA
বাংলাদেশ

উত্তরার বিজিবি মার্কেটে আগুন

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে আজ সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ২৫ মিনিটে উত্তরার ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

আরো পড়ুন

রাজাকারদের ফাঁসি দিয়েছি, এবার তোদেরও ছাড়ব নাঃ হাসিনার হুঙ্কার

শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে এবার গুমের মামলা

কবে থেকে রাজনৈতিক সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা