9 C
London
December 25, 2024
TV3 BANGLA
ফিচার

একসঙ্গে চা খেলেন বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো নারী

যুক্তরাজ্যের লন্ডনে দেখা করলেন উচ্চতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা এবং খাটো দুই নারী। আগামী বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিশেষ এই দুই নারীর একসঙ্গে দেখা করার আয়োজন করল সংস্থাটি।

বিশ্বের সব থেকে খাটো নারী জ্যোতি আমগে। অন্যদিকে উচ্চতায় বিশ্বের সব থেকে লম্বা নারী রুমেইসা গেলগি। উচ্চতার কারণে দুজনেরই ঠাঁই হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) লন্ডনের সাভোয় হোটেলে বিস্ময়কর দুই নারীর সাক্ষাতের আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এ সময় মতবিনিময় করে উচ্ছ্বাস প্রকাশ করেন রুমেইসা ও জ্যোতি।

একসঙ্গে বসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বইয়ে নিজেদের ছবি দেখে রুমেইসা ও জোতি। কিছুক্ষণ পর একসঙ্গে চা পান করেন তারা। বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসার উচ্চতা সাত ফুট দশমিক সাত ইঞ্চি। তুর্কির বাসিন্দা তিনি। অন্যদিকে, ভারতে বসবাসকারী বিশ্বের সবচেয়ে খাটো নারী জ্যোতির উচ্চতা দুই ফুট দশমিক সাত ইঞ্চি।

উচ্চতায় বিশাল পার্থক্য থাকায় দাঁড়িয়ে থেকে চোখের দিকে তাকিয়ে কথা বলতে কিছুটা সমস্যা হলেও দুজনের মধ্যে পছন্দের দিক থেকে অনেক মিল রয়েছে বলে জানান তারা। সবশেষ নিজেদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেন দুই নারী।

আমগে বলেন, আমার এবং জোতির মধ্যে অনেক মিল আছে। আমরা নিজের সৌন্দর্যচর্চা করতে, মেকাপ করতে পছন্দ করি।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের সবচেয়ে খাটো নারী হওয়ায় সবাই আমাকে পছন্দ করে। সবাই আমাকে ভালোবাসে। তারা আমার আশপাশে থাকতে এবং আমার সঙ্গে ছবি তুলতে পছন্দ করে। আমি গিনেস ওয়াল্ড রেকর্ডসের কাছ কৃতজ্ঞ যে তারা আমাকে পুরো বিশ্বের কাছে পরিচিত হওয়ার একটি সুযোগ করে দিয়েছে।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মানবজাতির ভিন্নতাকে উদযাপন করে। এই দুই নারীকে একত্রিত করার মাধ্যমে বিশ্বের কাছে তাদের জীবন নিয়ে ভাবনার কথা তুলে ধরেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর কর্মকর্তা জানান রুমেইসা এবং জ্যোতির মতো বিশ্বের অদ্ভুত ও অবিশ্বাস্য ব্যক্তিদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাটি। এই বিশেষ ব্যক্তিত্বরা বিশ্বের অনেককেই অনুপ্রাণীত করে বলে মনে করেন তিনি।

সূত্রঃ সিএনএন

এম.কে
২৩ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বিমানের এক টিকিট কিনে ভ্রমণ করলেন ১০ হাজার বার!

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এখন বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম কারণ

অনলাইন ডেস্ক

৩৫০টি কোর্স বিনামূল্যে দিচ্ছে মাইক্রোসফট ও লিংকডইন

অনলাইন ডেস্ক