5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

এক মিনিটেরও কম সময়ে পুরো উপন্যাস পড়বে এআই

এক মিনিটেরও কম সময়ে পুরো উপন্যাস পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এআই নিয়ে উন্মাদনার মধ্যে এমন ঘোষণা দিল প্রযুক্তি কোম্পানি এনথ্রোপিকস। কোম্পানির ডেভেলপ করা এআই চ্যাটবট ‘ক্লড’ নিমেষেই পুরো একটি উপন্যাস পড়ে দিতে সক্ষম।

এনথ্রোপিকসের দাবি, ক্লড হচ্ছে পরবর্তী প্রজন্মের এআই সহকারী। তাদের তৈরি এ কৃত্রিম বুদ্ধির সহকারী মাইক্রোসফটের চ্যাটবটের প্রতিদ্বন্দ্বী। চ্যাটজিপিটির মতো ক্লডও নানা ফিচারে সমৃদ্ধ।

বিশ্লেষকরা বলছেন, সাধারণত চ্যাটবটগুলোর ক্ষেত্রে ‘মেমোরি’ হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এ ধরনের চ্যাটবট যত ডাটা সংরক্ষণ করতে পারবে তার সক্ষমতা তত বাড়বে। এদিক থেকে ক্লডের মেমোরি বেশ সমৃদ্ধ।

ক্লডের এক মিনিটে উপন্যাস পড়ার বিষয়টি ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, এটি মূলত এক মিনিটেরও কম সময়ে উপন্যাসের বিষয়বস্তু বিশ্লেষণ করে নিজের মেমোরিতে সংরক্ষণ করতে পারবে। এরপর কেউ তাকে ওই উপন্যাসের কোথায় কী আছে জিজ্ঞেস করলে সেটি অনায়াসে বলে দিতে পারবে।

 

আরো পড়ুন

দঃ আফ্রিকায় পাত্তা পাননি মোদি, রিপোর্টের পর সাইবার আক্রমণ

ট্রাম্পের গলফ ক্লাবে গোলাগুলি

জাপানের নতুন প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা