সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় আইয়ুব আলী শেখ নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে কেজি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইয়ুব আলী মন্ডলপাড়া গ্রামের মৃত সন্তেষ আলী শেখের ছেল।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনায়েতপুর থানার ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা ও থানা ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৪ জনের নাম উল্লেখসহ ৬ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। গত ২৬ আগস্ট রাতে এনায়েতপুর থানার এসআই আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় এনায়েতপুর থানা যুবলীগের সাবেক কার্যকরী কমিটির সদস্য ও থানা যুবলীগের সভাপতি প্রার্থী আইয়ুব আলী শেখকে বুধবার সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় গোপন তথ্যে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়।
এম.কে
১৯ অক্টোবর ২০২৪