3.8 C
London
April 20, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

এপ্রিলে খুলে যেতে পারে যুক্তরাজ্যের পাব এবং রেস্তোঁরা

এপ্রিল মাসে ইস্টারের পরে যুক্তরাজ্যের পাব এবং রেস্তোঁরাগুলোকে আবার খোলার অনুমতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিরা। তবে অ্যালকোহল বিক্রি না করার শর্তে রাজি হলেই তাদেরকে এই অনুমতি দেয়া হবে বলে জানান যায়।

 

দুর্বলদের টিকা দেওয়ার পরে বর্তমান লকডাউন শিথিল করার জন্য কনজারভেটিভ এমপিরা বরিস জনসনকে চাপ দিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, লকডাউন শিথিল করার সময় এখনো আসেনি। বরং করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস করার জন্য এই মাসের শেষের দিকে একটি “সড়ক মানচিত্র” স্থাপনের বিষয়ে সিধান্ত নিবেন তিনি।

 

ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে, এই ভ্যাকসিন প্রোগ্রামটি প্রথমে ৫০ বা তার বেশি বয়সের সবাইকে প্রয়োগ নিশ্চিত করা হবে। এরপর ১৬ থেকে ৬৫ বছর বয়সের সবার কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের।

 

সূত্র: মিরর
৫ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

অনিয়মিত অভিবাসন ঠেকাতে ‘ইনোভেটিভ পার্টনারশিপের’ পরিকল্পনায় ইটালি-ব্রিটেন

যুক্তরাজ্য সরকার ডিসেবল লোকেদের কাজে যেতে বাধ্য করার পরিকল্পনা করছেঃ দাতব্য সংস্থা

উড়োজাহাজের জ্বালানি সংকটে দেশ, মজুদ ফুরাচ্ছে কাল