9.8 C
London
November 25, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

এবার ভারতের বিরুদ্ধে মার্কিন নাগরিককে হত্যাচেষ্টার অভিযোগ

কানাডার পর এবার ভারতের বিরুদ্ধে শিখ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নাগরিক ওই ব্যক্তির নাম গুরপতবন্ত সিং পান্নুন। দ্য ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র সে দেশে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র বানচাল করে এবং ভারতকে এ বিষয়ে সতর্ক করে।

বুধবার ২২ নভেম্বর হোয়াইট হাউস জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র এই ষড়যন্ত্রটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ভারত সরকারের কাছে বিষয়টি উত্থাপন করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ভারতীয় কর্মকর্তারা যখন এই ঘটনা সম্পর্কে অবহিত হন তখন তারা উদ্বেগ প্রকাশ করেন।

এই শিখ নেতা ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আইনজীবী পেশায় যুক্ত। যুক্তরাষ্ট্র ছাড়াও তিনি কানাডার নাগরিক। কানাডার খালিস্তানপন্থী নাগরিকদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি হাজির থাকেন। ২০০৭ সালে সেই দেশে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামের একটি সংগঠন তিনি গড়ে তোলেন। ভারত সরকার ২০১৯ সালে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া পান্নুনকেও ভারত সরকার ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করেছিল।

এম.কে
৩০ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

শুক্রাণু-ডিম্বাণু ছাড়াই মানুষের ভ্রুণ তৈরি করল ইসরায়েলের বিজ্ঞানীরা

ভারতের দরজা বন্ধ, মালদ্বীপ-থাইল্যান্ডের ফ্লাইটে পর্যটকদের চাপ

গাজায় ৫০০ স্বাস্থ্যকর্মী হত্যা করেছে ইসরায়েল: ব্রিটিশ সংস্থার অভিযোগ