মসজিদুল হারামের পর এবার মসজিদে নববীতে বিশেষ নিরাপত্তাবাহিনীর ৯৯ জন নারী সদস্য মোতায়েন করেছে সৌদি সরকার। পবিত্র রমজান মাসে তারা মসজিদে নববীতে আগত মুসলিম নারীদের স্বাস্থ্যবিধি বাস্তবায়নসহ নিরাপত্তাবিষয়ক সেবা প্রদান করছেন।
মদিনা পুলিশের প্রধান মেজর জেনারেল আবদুল রহমান আল মাসহান গণমাধ্যমকে জানান, মসজিদে নববীতে ৯৯ সদস্যের নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তারা মসজিদে নববীতে নারীদের রওজা শরিফ জিয়ারতের কার্যক্রমকে সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা পালন করবেন।
মদিনার আমির প্রিন্স ফয়সাল বিন সালমান এই কার্যক্রমের প্রশংসা করেন। রমজানের শেষ ১০ দিন যেন মসজিদে আগত মুসলিমরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন তা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান তিনি।
The first batch of the women personnel of the Special Security Force deployed at the Prophet’s Mosque are offering the best possible services to women worshipers and visitors during the holy month of #Ramadan.https://t.co/1QlbzM4Y3I
— Saudi Gazette (@Saudi_Gazette) April 23, 2021
২৮ এপ্রিল ২০২১
এনএইচ