13.9 C
London
September 17, 2024
TV3 BANGLA
স্পোর্টস

ওয়েস্ট হামের সাবেক ফুটবলার এলেন বাংলাদেশের কোচ হয়ে

বাফুফের এলিট একাডেমির প্রধান কোচ হিসাবে এক বছরের নিয়োগ পেয়েছেন পিটার বাটলার। গতকাল ঢাকায়ও এসেছেন ওয়েস্ট হামের সাবেক এই ফুটবলার। ওয়েস্ট ব্রমউইচ, নটস কাউন্টি ও হ্যালিফ্যাক্স টাউনের হয়েও খেলা এই ব্রিটিশ ফুটবলারের কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ।

‘হাই প্রোফাইল’ একজন কোচই একাডেমির জন্য এনেছে বাফুফে। ফলে বাফুফের কর্তারা বেশ তৃপ্ত। কমলাপুর স্টেডিয়ামে এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গে আজ পরিচিত হয়েছেন ৬১ বছর বয়সী বাটলার। ৫২ জন ফুটবলারের সঙ্গে কুশল বিনিময়ের পর সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি মনে করি, আমার জন্য এটা একটা চ্যালেঞ্জ।’

চ্যালেঞ্জ উতরানোর পথও তার জানা, ‘আমি মিয়ানমারে একাডেমির কোচ ছিলাম। টেকনিক্যাল ডিরেক্টর ছিলাম। এশিয়া-আফ্রিকায় কাজ করেছি। লাইবেরিয়া-বতসোয়ানার কোচ হিসেবে কাজ করেছি। এসব অভিজ্ঞতাও কাজে আসবে এখানে।’

বাটলারের বিশ্বাস, তরুণদের উন্নয়নই ফুটবলে উন্নয়নের পথ। বাংলাদেশেও তার লক্ষ্য তরুণদের সামনে এগিয়ে নেওয়া। তবে তরুণদের উন্নয়ন যে ধারাবাহিক একটা প্রক্রিয়া, সেটাও মনে করিয়ে দেন বাটলার। রাতারাতি ১০-২০ ভাগ উন্নতি করে ফেলবে বাংলাদেশ, সেটাও মনে করেন না তিনি। বাটলারের ভাষায়, ‘প্রতিদিন শিখতে হবে।’

এম.কে
২০ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিপিএলের ফাইনালে সিলেট,ফাইনালে যাওয়ার জন্য উড়িয়ে এনেছিল ইংল্যান্ডের লিউক উডকে

নিউজ ডেস্ক

নারী ক্রীড়া দলে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্রের ওহাইও