1.3 C
London
January 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কনজারভেটিভের অভিবাসন নীতি দাঙ্গাকে উসকে দিয়েছেঃ সমতা কমিটি

যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ও সমতা কমিটির প্রধান সারা ওয়েন সতর্ক করে দিয়ে বলেছেন, রিফর্ম দলের এমপিরা যুক্তরাজ্যের সম্প্রদায়গুলিকে আরও শক্তিশালী করার কাজকে আরও জরুরি করে তুলছেন।

কনজারভেটিভ সরকারের ছোট নৌকায় পাড়ি দেওয়া এবং আশ্রয় প্রার্থনার প্রক্রিয়ায় বিলম্বের ওপর অবিচ্ছিন্ন মনোযোগ আগস্ট মাসে যুক্তরাজ্যের দাঙ্গা উসকে দিতে ভূমিকা রেখেছিল বলে হাউস অব কমন্সে সমতা কমিটির প্রধান মন্তব্য করেছেন।

লেবার এমপি সারা ওয়েন জানান সমতা কমিটি যুক্তরাজ্যে সম্প্রদায়ের ঐক্য ও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা নিয়ে একটি তদন্ত শুরু করেছে। তিনি জানান রিফর্ম দলের এমপিরা এই কাজকে আরও জরুরি করে তুলছেন।

ওয়েন দ্য গার্ডিয়ানকে বলেছেন, “ রিফর্ম দলের অনেক এমপিরা তাদের ভাষা এবং বক্তব্যের রুঢ়তার মাধ্যমে অবস্থাকে আরও কঠিন করে দিচ্ছেন।”

তিনি বলেন, আগস্টের বিশৃঙ্খলার পেছনে একাধিক কারণ ছিল, যা দক্ষিণপোর্ট, মারসিসাইডের একটি নাচের ক্লাসে তিনজন কিশোরীর হত্যার পরে যুক্তরাজ্যের দুই ডজনেরও বেশি স্থানে ছড়িয়ে পড়েছিল।

তবে তিনি উল্লেখ করেন, বেশ কয়েকটি সহিংস ঘটনার সময় শুধু মসজিদই নয়, আশ্রয় প্রার্থীদের জন্য ব্যবহৃত হোটেলগুলোকেও আক্রমণ করা হয়েছিল।

আশ্রয় প্রার্থীদের আবেদনের দীর্ঘসূত্রতা রিশি সুনাকের সরকারের সময় তৈরি হয়েছিল, যখন তারা রুয়ান্ডা পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিল। এই পরিকল্পনায় যুক্তরাজ্যে আসা কারও আবেদন শোনার পরিবর্তে তাকে সরাসরি রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।

লুটন নর্থের এমপি ওয়েন বলেন, “আমি মনে করি, এই জটিলতা ইচ্ছাকৃত ছিল। আমরা ইতোমধ্যেই এর অনেকটাই সমাধান করতে পেরেছি। এটি ছিল তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।”

“সেজন্যই অনেক মানুষ, আগস্টের সহিংস ঘটনাগুলোতে হতবাক হয়েছিল, কিন্তু অবাক হয়নি। এটা শুধু একটি কারণের জন্য নয়। কিন্তু তারা ভেবেছিল এই ক্রোধ এবং ঘৃণা কোথায় যাবে? এটি শুধু ব্যালট বাক্সে সীমাবদ্ধ থাকবে না।”

তিনি আশা করছেন যে তার তদন্তে এমন শহর এবং এলাকাগুলোর দিকে নজর দেওয়া হবে, যেখানে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও আগস্টের মতো অশান্তি দেখা যায়নি।

তিনি বলেন, এটির কিছু কারণ হতে পারে অতীতে উগ্র ডানপন্থীদের উত্তেজনা মোকাবিলার অভিজ্ঞতা। টমি রবিনসন, যার প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন, লুটনের বাসিন্দা এবং এক দশকেরও বেশি আগে সেখানে বিশাল মিছিল পরিচালনা করেছিলেন। তবে তিনি যোগ করেন, ভালো আন্তঃসম্প্রদায়িক সম্পর্ক এবং সংলাপ স্থানীয়ভাবে বড় ভূমিকা রেখেছিল শান্তি বজায় রাখতে। যা অন্যান্য এলাকায়ও পুনরাবৃত্তি করার আশা করছেন ওয়েন।

আরও একটি জটিল কারণ হলো সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স, যা পূর্বে নিষিদ্ধ ডানপন্থী কণ্ঠগুলোকে ফিরে আসার সুযোগ দিয়েছে। এলন মাস্কের মালিকানায় থাকা এই প্ল্যাটফর্ম টমি রবিনসনের মতো কণ্ঠকে আরও বেশি প্রচার দিয়েছে।

নভেম্বরে ওয়েন এক্স (আগে টুইটার নামে পরিচিত) -এর উদ্দেশে একটি খোলা চিঠি লিখে জানিয়েছিলেন, এক মাস পর তিনি প্ল্যাটফর্ম ছাড়ার জন্য কোনো অনুশোচনা করছেন না।

তিনি বলেন, “টুইটার ছাড়া জীবন আরও সুন্দর। কারণ সেখানে একটি অ্যালগরিদম আছে যা ঘৃণার ওপর ভিত্তি করে কাজ করে। এটা বাস্তব বিশ্বের প্রতিফলন নয়। বাস্তবে, যখন মসজিদগুলোর ক্ষতি হয়েছিল, তখন মানুষ একত্রিত হয়ে সেগুলো পুনর্নির্মাণ করেছে।”

তদন্ত ইতিমধ্যে প্রমাণ সংগ্রহ শুরু করেছে যার প্রথম সাক্ষ্য শোনা হবে নতুন বছরে।

ওয়েনের কমিটি মুসলিম নারীদের অভিজ্ঞতা বিশেষ করে বৈষম্যের বিষয়ে একটি সেশন আয়োজন করবে এবং বয়স্কদের সম্পর্কে প্রচলিত ধারনাগুলোতেও নজর দিতে চায়।

তিনি চান না যে এটি শুধুমাত্র একটি উদারপন্থী সমালোচনার প্ল্যাটফর্ম হয়ে উঠুক। ওয়েন স্পষ্ট করে দিয়েছেন যে দাঙ্গার কোনো অজুহাত নেই, তবে তিনি যেকোনো সংঘাতমূলক সংস্কৃতি যুদ্ধের বর্ণনা এড়াতে চান।

তিনি বলেন, “যদি মানুষ কিছু নিয়ে সত্যিকারের ভয় অনুভব করে, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তবে আমরা সেই ভয়গুলো শুনতে পারি এবং এটি অন্য কোনো অংশের সমাজকে ছোট না করেই করতে পারি।”

প্রথম দক্ষিণ-পূর্ব এশীয় বংশোদ্ভূত নারী এমপি হিসেবে এবং একটি বৈচিত্র্যময় এলাকার প্রতিনিধিত্বকারী হিসেবে ওয়েন বলেন, এই কাজ তার জন্য ব্যক্তিগত।

তিনি মন্তব্য করেন, সুয়েলা ব্র্যাভারম্যান এবং অন্যদের মতো যারা যুক্তরাজ্যে বহুসংস্কৃতিবাদের ব্যর্থতার কথা বলেন, তাদের যুক্তি বিভ্রান্তিকর।

তিনি বলেন, “আমি নিজেই বহুসংস্কৃতিবাদের উদাহরণ। আমি এমন একটি বৈচিত্র্যময় এলাকার প্রতিনিধিত্ব করি। যুক্তরাজ্য সব সময়ই বহুসংস্কৃতির দেশ। এখানে মূল বিষয় হলো সবাইকে একত্রে কীভাবে কাজ করা যায় এবং এটি ঠিকঠাক কাজ করলে তা খুবই সুন্দর এবং উদযাপনের মতো।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০১ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের বাড়ির দাম হ্রাস পেতে পারে বলে জুপলার তথ্য প্রকাশ

মন্দা কাটিয়ে প্রবৃদ্ধিতে ফিরেছে যুক্তরাজ্য

ব্রিটেনের রানির কোভিড পজিটিভ

অনলাইন ডেস্ক