10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

তরুণ প্রজন্মের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জমান কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন কাফি।

এ কনটেন্ট ক্রিয়েটর স্ট্যাটাসে লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্না-ঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম? যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’

কাফির গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন তিনি। বরিশালের আঞ্চলিক ভাষাতেই ভিডিও তৈরি করেন। তার ভিডিওগুলোয় হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সময়ের সংকটময় পরিস্থিতিসহ অসামঞ্জস্য, অসংগতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ থাকে।

এর আগে বইও লিখেছেন তিনি। যা এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। কিন্তু মেলার শুরুর দিক থেকে বিভিন্ন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেন। গত ১১ ফেব্রুয়ারি এক ভিডিওতে এ নিয়ে দুঃখও প্রকাশ করেন তিনি।

কনটেন্ট ক্রিয়েটর কাফি বলেন, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যেখান থেকে যেভাবে পারছেন সমালোচনা করতেছেন। এই যে আলিঙ্গনের যে ছবিটা (অন্য একটা মোবাইল ফোনে একটি মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে) মানুষকে গিলাচ্ছেন। বলা হচ্ছে, জড়াজড়ি করছে কাফি। আরে ভাই, এটা ভ্যালেনটাইনস ডে উপলক্ষে একটি নাটকের ক্লিপ। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে ভুল বুঝাচ্ছেন মানুষকে।

কাফি আরও বলেন, বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি। সেটি নিয়ে এতদূর আসার কথা নয়। এরপরও আমি আমার জায়গা থেকে সরি বলেছি। আমি এখনো সরি বলছি। বইমেলার মতো এমন জায়গায় হাত ধরা ঠিক হয়নি।

এম.কে
১২ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

মধ্যরাতে কমলাপুর রেলস্টেশনে মনিটরে নীল ছবি প্রদর্শন নিয়ে তোলপাড়

কার নির্দেশে ছাত্র-জনতার উপর গুলি চালানো হয়েছে, জানালেন সাবেক আইজিপি

স্থিতিশীল বাংলাদেশ গড়তে একত্রে কাজ করবে ভারত-যুক্তরাষ্ট্র