TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

করোনার চেয়েও ভয়ঙ্কর মহামারি আসতে পারে: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে- চলমান করোনাই বড় মহামারি নয়, সামনে আরও ভয়াবহ মহামারি আসতে পারে। সে জন্য বিশ্বের প্রস্তুতি নেওয়া দরকার। আর চলমান করোনার সঙ্গে বিশ্বকে বাঁচতে শিখতে হবে।

 

সোমবার (২৮ ডিসেম্বর) করোনা নিয়ে ডব্লিউএইচও বছরের শেষ মিডিয়া ব্রিফিংয়ে এই সতর্কতার কথা বলে। বার্তা সংস্থা এএফপি ও দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।

 

ব্রিফিংয়ে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড হেইম্যান বলেন, টিকা আসার পরও করোনার নিয়তি হলো স্থানীয় রোগে পরিণত হওয়া।

 

সংস্থাটির জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সোমবার সাংবাদিকদের বলেছেন, বর্তমান মহামারি একটি সতর্কবার্তা।

 

মাইকেল রায়ান বলেন, এই মহামারি খুবই মারাত্মক। এটি অত্যন্ত দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এটা এই গ্রহের প্রতিটি কোণ প্রভাবিত করেছে। কিন্তু এটা অবশ্যই বড় মহামারি নয়।

 

তিনি স্বীকার করেন, এই মহামারি খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি খুব দ্রত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়।

 

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াছে এবং এর কারণে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসে মৃত্যুহার যুক্তিসংগতভাবে কম।

 

রায়ান আরও বলেন, ভবিষ্যতে আরো মারাত্মক পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

 

৩০ ডিসেম্বর ২০২০
নিউজ ডেস্ক

আরো পড়ুন

স্কটল্যান্ডের বাস সার্ভিসে এসেছে ব্যপক পরিবর্তন

ইইউ নাগরিকদের ঢুকতে দিচ্ছে না ইউকে, বিভ্রান্তিকর ভ্রমণনীতির কারণে ভীত যাত্রীরা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে এসাইলাম প্রার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করে লাভজনক ব্যবসা করছে বেসরকারী সংস্থাগুলি