TV3 BANGLA
বাংলাদেশ

করোনায় বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলাপরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) আনুমানিক রাত ৩টায় (লন্ডন সময়: ১৭ আগস্ট রাত ১০টা) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। ৫ আগস্ট বিকেলে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। খবরটি জানার পর  উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নির্দেশে সশস্ত্রবাহিনীর সহযোগিতা ও জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আজিজুর রহমান কর্মজীবনে বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৭ আগস্ট  ২০২০
এমকেসি/এনএইচটি

আরো পড়ুন

ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কারোপঃ চ্যালেঞ্জ নাকি সুযোগ বাংলাদেশের জন্য?

নিউজ ডেস্ক

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আবারও গ্যাস পাওয়া গেলো সিলেটে কিন্তু গ্যাস সরবরাহ পাচ্ছে না সিলেটের জনগণ