14.8 C
London
October 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

করোনায় বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলাপরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) আনুমানিক রাত ৩টায় (লন্ডন সময়: ১৭ আগস্ট রাত ১০টা) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। ৫ আগস্ট বিকেলে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। খবরটি জানার পর  উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নির্দেশে সশস্ত্রবাহিনীর সহযোগিতা ও জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আজিজুর রহমান কর্মজীবনে বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৭ আগস্ট  ২০২০
এমকেসি/এনএইচটি

আরো পড়ুন

সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে মঙ্গলবারঃ আইএসপিআর

পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ শ্রীমঙ্গলের রাম সিং, আবেদন যাবে গিনেস বুকে

কেন নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না, জানাল নয়াদিল্লি