4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কাঁচা মাংস ছুঁড়ে হয়রানি: তামাশা নাকি ষড়যন্ত্র?

মাংসভিত্তিক একটি সিরিজ হামলার তদন্ত করছে পুলিশ। এরমধ্যে একটি ঘটনা হচ্ছে, কাঁচা ভেড়ার মাংস একটি গাড়ির নিষ্কাশন পাইপে স্টাফ করা অবস্থায় পাওয়া যায়।

 

ঘটনাগুলো প্র‍্যাঙ্ক নাকি আরও ভয়ংকর কিছু তা পুলিশ জানে না। অনেকের সন্দেহ শয়তানের পূজারিদের কাজ এটি। শনিবার (২ এপ্রিল) ক্রেডেনহিল হেয়ারফোর্ডের প্রাইভেট প্রপার্টিতে কাঁচা মাংস এবং ডিম নিক্ষেপ করা হয়।

 

একই দিনে অপর একটি গাড়ির চাকার রিমে রান্না না করা মুরগির ড্রামস্টিকও জ্যাম করা হয়েছিল বলে মিররঅনলাইন রিপোর্ট করেছে। ওয়েস্ট মার্সিয়া পুলিশ ঘটনাগুলোতে ব্যবহৃত তাজা মাংসের ছবি শেয়ার করেছে এবং তারা তথ্যের জন্য আবেদন করছে।

 

একটি বিবৃতিতে, ওয়েস্ট মার্সিয়া পুলিশ বলেছে: ‘আমরা ক্রেডেনহিল হেয়ারফোর্ডের একটি ঘটনা তদন্ত করছি৷ ২ এপ্রিল আনুমানিক রাত ৯টা ৩৫ মিনিটে এলাকার একটি প্রপার্টিতে ডিম এবং কাঁচা মাংস নিক্ষেপ করা হয়েছিল৷

 

অপরাধী তারপর ড্রাইভওয়েতে পার্ক করা একটি গাড়ির নিষ্কাশন পাইপে ভেড়ার মাংসের চপ স্টাফ করতে এগিয়ে যায়। কাছাকাছি আরেকটি সম্পত্তিতেও খাবার ছুড়ে দেওয়া হয়েছিল।’

 

ঘটনাগুলো মানুষকে ভালো খাবারের অপচয়ে ক্ষুব্ধ করে তুলেছে, বিশেষ করে জীবনযাত্রার সংকটের সময়। পুলিশের একটি ফেসবুক পোস্টের জবাবে একজন লিখেছেন: ’মানুষের জন্য কেবল বিশৃঙ্খলা তৈরির প্রচেষ্টা। বিশ্বের এত মানুষ যখন অনাহারে থাকে তখন ভাল খাবারের অপচয়।’

 

৬ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে ধারণার চেয়েও দ্রুত বাড়ছে বেকারত্ব

হিথ্রোতে ফ্লাইট ধরতে হেঁটে রওয়ানা দিলো যাত্রীরা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের আবহাওয়ার পূর্বাভাস: এ মাসের শেষে ভারী তুষারপাতের আশংকা

অনলাইন ডেস্ক