14.4 C
London
July 27, 2024
TV3 BANGLA
Uncategorized

কাতারে নতুন শ্রম আইন, প্রবাসীদের জন্য সুখবর

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে স্টেডিয়াম নির্মাণসহ ব্যাপক অবকাঠামো উন্নয়নের কাজ চলছে কাতারে। অভিবাসী শ্রমিকদের আরও কাজের সুযোগ করে দিতে নতুন শ্রম আইন জারি করেছে দেশটি। এতে, অনলাইনে আবেদন করে এক কোম্পানির অধীনে থেকে অন্য কোম্পানিতে কাজ করা যাবে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, কাতারে অভিবাসী শ্রমিকদের জীবনমানের উন্নয়নে নতুন কাজের সুযোগ সৃষ্টির জন্য শ্রম আইন পরিবর্তন করেছে দেশটির সরকার। নতুন আইনটির ফলে এক কোম্পানির অধীনে থেকেই অন্য কোম্পানিতে করা যাবে কাজ। এই রকম কাজের সুযোগ দেয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

কোম্পানির অনুমতি ছাড়া কাতার শ্রম মন্ত্রণালয়ে আবেদন করে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন বলে জানালেন কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, এটি অবশ্যই আমাদের কাতার প্রবাসী শ্রমিকদের জন্য অবশ্যই সুখবর। 

এছাড়া, আবেদনকারীর পাসপোর্ট কপি, আইডি কপি, ছবি, চারিত্রিক সনদ, নতুন কোম্পানির সঙ্গে চুক্তিপত্র অনলাইনে জমা দিতে হবে। এছাড়া নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সময় ৫শ’ কাতারি রিয়াল ফি-ও জমা দিতে হবে।

২০ সেপ্টেম্বর ২০২০

আরো পড়ুন

‘The Coronavirus Job Retention Scheme’ করোনাভাইরাস চাকরি রক্ষা প্রকল্প।

কম ক্রেডিট স্কোরেও কি বাড়ি কেনা যা‍য়? | Buying a property with poor credit | 29 October 2020

Law with N Rahman – Solicitor Taj Uddin Shah and Nashit Rahman