11.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কানাডায় তীব্র তাপদাহে ৪৮৬ জনের মৃত্যু

পাঁচ দিনে তীব্র তাপপ্রবাহে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অন্তত ৪৮৬ জনের মৃত্যু হয়েছে।

 

প্রদেশের মরদেহ পরীক্ষা কেন্দ্রের প্রধান লিসা ল্যাপোইন্টি এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার থেকে বুধবার (৩০ জুন) দুপুর ১টা পর্যন্ত মৃত্যুর এই সংখ্যা জানা গেছে।

 

তিনি বলেছেন, আমাদের বিশ্বাস এই মৃত্যুগুলোর পেছনে তাপ একটি সম্ভাব্য বিষয়। তবে এটি নিশ্চিত হতে হবে।

 

লিসা জানান, যারা মারা গেছেন তাদের অধিকাংশই একাকী বাস করতেন। যেসব বাসায় তারা থাকতেন সেখানে গিয়ে দেখা গেছে, ঘরে তীব্র গরম এবং বাতাস আসা-যাওয়ার ব্যবস্থা ছিল না। মৃতের প্রাথমিক সংখ্যা ৪৮৬। তবে শব পরীক্ষা কেন্দ্রে আরও মৃত্যুর খবর আসছে বিধায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

 

২ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যের চাইল্ড বেনিফিট সুবিধা প্রসঙ্গে ৩১ আগস্টের আল্টিমেটাম

ইউকেতে প্যারেন্টাল সুপারভিশনের নতুন টুল নিয়ে এসেছে ইনস্টাগ্রাম

পূর্ব লন্ডনে বাংলাদেশি নারীকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক